প্রচলিত প্রতিযোগিতায় হেরেছে এনসিপি: মারুফ কামাল খান


নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে আপাতত হেরে গেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান। তিনি বলেন, তরুণ সমাজ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায়, সংস্কার বা বৈপ্লবিক পরিবর্তন চায়। আজ হয়তো এনসিপি ব্যর্থ, কিন্তু তারা যে তারুণ্যের ক্ষোভ ও আকাঙ্ক্ষা ধারণ করেছিল, সেটির মূল্য দিতে হবে।
সম্প্রতি একটি ইউটিউব টক শোতে তিনি বলেন, এনসিপি স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিল, আশার আলো জাগিয়েছিল। কিন্তু বিপ্লবী চরিত্র ধারণ না করে প্রচলিত ধারার রাজনীতি করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। প্রচলিত সিস্টেমের সঙ্গে তাল মেলাতে গিয়ে, জৌলুস দেখাতে গিয়ে তারা নিজেদের স্বাতন্ত্র্য হারিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এনসিপি প্রচলিত দলগুলোর মতো টাকা, গাড়ি, শোভাযাত্রার দিকে ঝুঁকেছে। এতে সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমেছে। মানুষ প্রশ্ন করছে— নতুন কিছু না হলে কেন এনসিপিকে ভোট দেব?
তরুণদের প্রতিনিধি হিসেবে এনসিপির উত্থানকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মারুফ কামাল বলেন, তাদের বিপ্লব সফল হয়েছে কারণ সব শ্রেণি-পেশার মানুষ তাদের সমর্থন করেছিল। কিন্তু সেই তারুণ্য ও স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন সত্যিকারের রাজনৈতিক সংস্কার ও ভিন্নধারার নেতৃত্ব।
ভিওডি বাংলা/ডিআর
দমন-পীড়নের প্রতিক্রিয়ায় ‘জুলাই’ অনিবার্য হয়ে উঠেছিল: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী শাসনামলে দমন-পীড়নের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা …

হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন সামান্তা শারমিন
নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ জুলাই
আদালত প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ …
