• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা নির্বাচনী ব্যয়সীমা ৪০ লাখ টাকা চায় এনডিএম জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার খুঁটিনাটি: প্রস্তুতি, পরিকল্পনা ও অভিজ্ঞতা কমিশনের প্রস্তাবকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেখ হাসিনা চলে গেছে কিন্তু দোসররা রয়ে গেছে : মির্জা আব্বাস সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে রক্ত দিয়েছি : ফারুক সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যমুনার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, পুলিশের বাধা জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ

প্রচলিত প্রতিযোগিতায় হেরেছে এনসিপি: মারুফ কামাল খান

   ৭ জুলাই ২০২৫, ০১:২৩ পি.এম.
সাংবাদিক মারুফ কামাল খান। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে আপাতত হেরে গেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান। তিনি বলেন, তরুণ সমাজ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায়, সংস্কার বা বৈপ্লবিক পরিবর্তন চায়। আজ হয়তো এনসিপি ব্যর্থ, কিন্তু তারা যে তারুণ্যের ক্ষোভ ও আকাঙ্ক্ষা ধারণ করেছিল, সেটির মূল্য দিতে হবে।

সম্প্রতি একটি ইউটিউব টক শোতে তিনি বলেন, এনসিপি স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিল, আশার আলো জাগিয়েছিল। কিন্তু বিপ্লবী চরিত্র ধারণ না করে প্রচলিত ধারার রাজনীতি করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। প্রচলিত সিস্টেমের সঙ্গে তাল মেলাতে গিয়ে, জৌলুস দেখাতে গিয়ে তারা নিজেদের স্বাতন্ত্র্য হারিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এনসিপি প্রচলিত দলগুলোর মতো টাকা, গাড়ি, শোভাযাত্রার দিকে ঝুঁকেছে। এতে সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমেছে। মানুষ প্রশ্ন করছে— নতুন কিছু না হলে কেন এনসিপিকে ভোট দেব?

তরুণদের প্রতিনিধি হিসেবে এনসিপির উত্থানকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মারুফ কামাল বলেন, তাদের বিপ্লব সফল হয়েছে কারণ সব শ্রেণি-পেশার মানুষ তাদের সমর্থন করেছিল। কিন্তু সেই তারুণ্য ও স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন সত্যিকারের রাজনৈতিক সংস্কার ও ভিন্নধারার নেতৃত্ব।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার আশকারা দিচ্ছে বলেই মব হচ্ছে : মাসুদ কামাল
সরকার আশকারা দিচ্ছে বলেই মব হচ্ছে : মাসুদ কামাল
অজ্ঞাত ছাত্রনেতার বক্তব্যে ইশরাক হোসেনের ক্ষোভ
অজ্ঞাত ছাত্রনেতার বক্তব্যে ইশরাক হোসেনের ক্ষোভ
তারেক রহমানকে হতে হবে জনগণের ঐক্যের প্রতীক: জিল্লুর রহমান
তারেক রহমানকে হতে হবে জনগণের ঐক্যের প্রতীক: জিল্লুর রহমান