• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৈষম্যবিরোধীর নেতার বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

   ৬ জুলাই ২০২৫, ০৯:৪৫ পি.এম.

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন রিয়াজুল জান্নাত নামে এক নারী। দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এমনকি মব সৃষ্টি করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগরের সদস্য সচিব নিজাম উদ্দিন চাঁদা দাবির অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন। মিথ্যা অভিযোগের জন্য রিয়াজুল জান্নাতের বিরুদ্ধে মানহানিসহ দুটি মামলা দায়ের করবেন বলে জানান তিনি। 

শনিবার (০৫ জুলাই) চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বরাবর আইনী বিচার চেয়ে চিঠি দেন রিয়াজুল জান্নাত। চিঠিতে তার স্বামী নওশেদ জামালকে জামায়াতে ইসলামীর বাগমনিরাম দক্ষিণ সাংগঠনিক ওযার্ডের সেক্রেটারি দাবি করেন। মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার নওশেদ জামালকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। নওশেদ জাতীয় শ্রমিক লীগ মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রিয়াজুল জান্নাত অভিযোগ করেন, কিছুদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে নেজাম (নিজাম) উদ্দিন নামের এক ব্যক্তি তাঁর স্বামীর কাছ থেকে দুই কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। ৬ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে নিজাম উদ্দিন একটি কক্ষে বসে মুঠোফোনে কথা বলেন। সেখানে একপর্যায়ে তিনি বলেন, ‘আরে ভাই শোনেন, পুলিশ পারে না যে এমন কিছু নাই। আমি বলতে চাচ্ছি, আপনার যার প্রতি ক্ষোভ, যাদের প্রতি ক্ষোভ, ওই তিনজনকে হলেই তো হইছে আপনি যদি চান ওই তিনজনকে করে দিতে পারবে দেশে থাকতে হবে, এটা মাথায় রাইখেন।’

নিজাম উদ্দিন বলেন, ‘৫ আগস্টের আগে নওশেদ জামাল আওয়ামী লীগের শ্রমিক নেতা ছিলেন। তার প্রমাণ আমাদের কাছে আছে। প্রথমে ওই নারী ১০ লাখ টাকা চাঁদা দাবির কথা বলেছিলেন। এখন দুই কোটি টাকা বলছেন। সিএমপি কমিশনারকে বলেছি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে। আমার বিরুদ্ধে জিরো পয়েন্ট এক পারসেন্ট সত্যতা পেলে ব্যবস্থা নেবেন। আমি স্বেচ্ছায় কারাগারে যাব। সত্যতা না পেলে ওই নারীর বিরুদ্ধে আমি মানহানিসহ দুটি মামলা দায়ের করব।’

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার  মাহমুদা বেগম বলেন, এক নারী চাঁদা-দাবির একটি অভিযোগ দিয়েছেন। এখন এটি কমিশনার স্যার তদন্ত করে দেখবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাক বাংলা উৎসব
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাক বাংলা উৎসব
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
পাথরঘাটায় ১ ট্রলারে ১৪০ মণ ইলিশ
পাথরঘাটায় ১ ট্রলারে ১৪০ মণ ইলিশ