কিংবদন্তী চ্যাম্পিয়ন'স ট্রফি
শিরোপা জয় করেছে মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও


ক্রীড়া প্রতিবেদক
কিংবদন্তী চ্যাম্পিয়ন'স ট্রফি'র শিরোপা জয় করেছে মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও। শনিবার (৫ জুলাই ) দুপুর ৩ টায় অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও এবং মিরপুর কিংস। খেলায় মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও ৪ উইকেট এ মিরপুর কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের শিরোপা জয় করেছে। ফলে মিরপুর কিংস রানার-আপ হয়।
চ্যাম্পিয়ন মিলিনিয়াম টাইগার তেজগাঁও দলকে আকর্ষণীয় ট্রফি ছাড়া ও নগদ ১লক্ষ টাকা প্রাইজমানি দেয়া হয়। এছাড়া রানারআপ দল মিরপুর কিংসকে রানার আপ ট্রফি ছাড়া ও নগদ বিশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয়।
এর আগে অনুষ্ঠিত দুটি সেমিফাইনালের ১ম টিতে মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও ৪ উইকেটে চট্রগ্রাম উইজার্ডকে হারায় এবং ২য় সেমিফাইনালে নাইন্টিস মাস্টারমাইন্ডকে ৪ উইকেটে মিরপুর কিংস পরাজিত করে ফাইনাল খেলা নিশ্চিত করে।
টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি অর্জন করে মিরপুর কিংস দল। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নাইন্টিস মাস্টার মাইন্ডের আশরাফুল রিয়াদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অরেঞ্জ কমিউনিকেশনের সিইও শরিফুউদ্দিন আবির এবং এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী) এডমিন নাজমুল হোসেনসহ আরও বিভিন্ন পৃষ্ঠপোষক উপস্থিত ছিলেন।
এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুকভিত্তিক গ্রুপ SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী) প্রথমবারের মতো আয়োজন করেছে “কিংবদন্তী চ্যাম্পিয়ন্স ট্রফি, সিজন ১”।
কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল এর বিগত ছয়টি সিজনের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলগুলো নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
টুনামেন্ট এর আয়োজকদের মতে,"কিংবদন্তী চ্যাম্পিয়ন্স ট্রফি, সিজন-১" টেপ টেনিস টুর্নামেন্টের ইতিহাসে আকর্ষণীয় একটি সংযোজন।
২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করা এই অনলাইন প্ল্যাটফর্ম বর্তমানে ৫২ হাজার সদস্যের একটি বৃহৎ পরিবার। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।
ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি
অধিনায়ক মিরাজের দায়িত্ব ও প্রত্যাবর্তনের গল্প
ক্রীড়া প্রতিবেদক
মুস্তাফিজুর রহমানের ফিল্ডিংয়ে সমস্যা নতুন কিছু নয়। তাই …

এক ম্যাচ আগেই এশিয়া কাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে …
