• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২জনের জেল

   ৬ জুলাই ২০২৫, ০৫:৪৭ পি.এম.
অবৈধভাবে বালু উত্তোলন

কুষ্টিয়া প্রতিনিধি 


কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে পদ্মা নদীর বালু উত্তোলন করার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং আরো দুইজনকে এক মাস করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ জু্লাই) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম, পুলিশ প্রমূখ।

আদালত সুত্রে জানা গেছে, উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. জিহাদ ও সেলিম রেজাকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরামানা এবং বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০)কে এক মাস করে জেল দেওয়া হয়েছে। তারা শিলাইদহ এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং অপর দুইজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধীর নেতার বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ
বৈষম্যবিরোধীর নেতার বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ
পাবনায় ৩ তরুণের অসহায় মানুষের সেবা করার প্রত্যয়
পাবনায় ৩ তরুণের অসহায় মানুষের সেবা করার প্রত্যয়
রাজাপুরে লটারির নামে জুয়া, মাইকিং করে চলছে টিকিট বিক্রি
রাজাপুরে লটারির নামে জুয়া, মাইকিং করে চলছে টিকিট বিক্রি