• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই অভ্যুত্থানে ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ: শারমিন মুরশিদ

   ৬ জুলাই ২০২৫, ০৪:৪৮ পি.এম.
উপদেষ্টা শারমিন মুরশিদ। ছবি : সংগৃহীত

নারায়নগঞ্জ প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানে শহীদ শিশুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথমবার ১১ জন মেয়ে ও ১৩৫ জন শিশু শহীদ হয়েছে। তাদের পরিবারের চোখের জল মুছতে ও তাদের আত্মত্যাগের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার।

রোববার (৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় ছয় বছর বয়সী শহীদ শিশু রিয়া গোপের পরিবারের খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, ‘যে শিশুরা শহীদ হয়েছে, আমরা মনের গভীরে তাদের প্রতিটি মুহূর্ত ধারণ করেছি। নানা ব্যস্ততার কারণে এর আগে ছুটে আসা সম্ভব হয়নি। কিন্তু এবার পুরো জুলাই মাসকেই আমরা ডেডিকেটেড করেছি তাদের স্মৃতির প্রতি। আমরা তাদের ভুলিনি, কখনও ভুলবও না।’

তিনি আরও বলেন, ‘এই শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা একটি সুন্দর সমাজ ও নিরাপদ বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, তাদের অবদান চিরস্মরণীয় থাকবে।’

শহীদ শিশু রিয়ার স্মরণে একটি স্টেডিয়ামের নামকরণের প্রসঙ্গ তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘রিয়ার নামে স্টেডিয়াম হয়েছে। যখনই শিশুরা খেলতে যাবে, রিয়ার নাম দেখবে, জানবে—এই নামের পেছনে কী গল্প আছে। সেই গল্প ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মে।’

তিনি বলেন, ‘সব শহীদ পরিবারের কাছে যাওয়া সম্ভব না হলেও, এই প্রথমবারের মতো দেশের ইতিহাসে ১১টি মেয়ে ও ১৩৫টি শিশু শহীদ হয়েছে। আমরা চাই তাদের পরিবারের কান্না থামুক। আমরা চাই, তাদের যে স্বপ্ন ছিল, সেই সমাজটা গড়ে উঠুক—একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ।’

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনার বন্দিশালার ভয়াবহ নির্যাতনের বিবরণ দ্বিতীয় প্রতিবেদনেও
হাসিনার বন্দিশালার ভয়াবহ নির্যাতনের বিবরণ দ্বিতীয় প্রতিবেদনেও
বই পড়ে, গান গেয়ে সময় কাটছে ভিআইপি বন্দিদের
বই পড়ে, গান গেয়ে সময় কাটছে ভিআইপি বন্দিদের
থানায় হামলা ঠেকানোর ব্যর্থতা সরকারের : মাহমুদুর রহমান
থানায় হামলা ঠেকানোর ব্যর্থতা সরকারের : মাহমুদুর রহমান