• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে রান্নাঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

   ৬ জুলাই ২০২৫, ০৩:০৪ পি.এম.
রান্নাঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে রান্নাঘর থেকে রাখি মজুমদার (৬)- নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৫ জুলাই) রাতে রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাখি একই গ্রামের শিশির মজুমদারের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্বজনরা জানায়, শনিবার দুপুরে এলাকার একটি বিয়ে বাড়িতে দাওয়াতে যায় রাখির পরিবারের সদস্যরা। পরে রাখিকে ঘরে না দেখতে পেয়ে চারদিক খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় রাখিকে দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি
বাবার ঘোড়ার গাড়ির চাকায় প্রাণ গেল ছেলের
বাবার ঘোড়ার গাড়ির চাকায় প্রাণ গেল ছেলের