• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

   ৫ জুলাই ২০২৫, ০৯:৫৬ পি.এম.

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

‎বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি শিল্পপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের কমান্ডার আরাফাত রহমান ও লেফটেন্যান্ট সাব্বির। এছাড়াও অংশ নেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর এবং তার সঙ্গীয় ফোর্স।

‎আটককৃতরা হলেন হিন্দুকান্দি এলাকার মৃত ইলিয়াসের ছেলে মো. মনিরুল ইসলাম, একই গ্রামের রতন প্রামাণিকের স্ত্রী মোছা. পপি বেগম এবং পিয়ার আলীর স্ত্রী মোছা. রতনা আক্তার।

‎অভিযানকালে তাদের কাছ থেকে ৭১৫ পিস নিষিদ্ধ টাপেন্টাডল (টাপাল) ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

‎এ সময় মনিরুল ইসলামকে মাদক সেবন করার সময় তাকে ঘটনাস্থল তাকে আলামত সহ গ্রেফতার করা হয়। 

‎স্থানীয় একাধিক সূত্র জানায়, তারা তিনজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

‎এ বিষয়ে সারিয়াকান্দি থানা ও যৌথ বাহিনীর সদস্যরা জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনার ভাঙ্গুড়া দুইজন শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়া দুইজন শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র ভোগান্তি
সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮
সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮