• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহীতে বাড়ছে পদ্মার পানি

   ৫ জুলাই ২০২৫, ০৬:১৮ পি.এম.
রাজশাহীতে বাড়ছে পদ্মার পানি

রাজশাহী ব্যুরো 

পানি বাড়ছে পদ্মায়। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে বাড়ছে পদ্মা নদীর পানি। গেল এক সপ্তার ব্যবধানে পদ্মা নদীর রাজশাহী সীমান্তে পানি বেড়েছে ১ দশমিক ৫১ সেন্টিমিটার। সর্বশেষ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় পদ্মা নদীর পানি ছিল ১১ দশমিক ৩৮ সেন্টিমিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গেল ২৫ জুন রাজশাহী সীমান্তে পদ্মা নদীর পানি ছিল ৯ দশমিক ৮৭ সেন্টিমিটার, তার পরের দিন (২৬ জুন) ছিল ১০ দশমিক ৫৮ সেন্টিমিটার। ফলে একদিনের ব্যবধানে পানি বেড়েছে দশমিক ৭১ সেন্টিমিটার। গেল ২৭ জুন বিকেল ৩টায় পদ্মার পানি বেড়ে দাঁড়ায় ১১ সেন্টিমিটারে। পরের দিন ২৮ জুন একই সময়ে পদ্মার পানি দশমিক ৪৮ সেন্টিমিটার বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৪৮ সেন্টিমিটারে।

একটানা ৪ দিন বাড়ার পরে গেল ২৯ জুন এক সেন্টিমিটার পদ্মার পানি কমে যায়। এদিন বিকেল ৩টায় পদ্মার পানি ছিল ১০ দশমিক ৪৮ সেন্টিমিটার। তারপরের দিন ৩০ জুন (সোমবার) পদ্মার পানি দশমিক ৮৮ সেন্টিমিটার বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৩৬ সেন্টিমিটারে। এছাড়া সর্বশেষ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় পদ্মা নদীর পানি ছিল ১১ দশমিক ৩৮ সেন্টিমিটার। আর রাজশাহীতে পদ্মার বিপদসীমা হলো ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার।

সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদীতে পানির সঙ্গে ভেসে আসছে কুচুরিপানা। সেই কুচুরিপানগুলো উজান থেকে স্রোতের সঙ্গে ভেসে আসছে। পদ্মা নদীর বুকে জেগে ওঠা ছোট চরগুলোতে পানি উঠেছে। যদিও বা এই চরগুলোতে মানুষের বসবাস নেই। তবে গবাদী পশুর বিচরণ রয়েছে।

সাইফুল ইসলাম নামের নৌকার মাঝি বলেন, গেল কয়েকদিন থেকে পদ্মায় পানি বাড়ছে। নতুন পানির সঙ্গে ভেসে আসছে কুচুরিপানা। কুচুরিপানা আসা মানে পানি বাড়া। এখন বর্ষাকাল চলছে। প্রতিদিনই পদ্মার পানি বাড়বে। পানি বাড়লে পদ্মায় জালে বিভিন্ন ধরনের মাছ হবে।

পদ্মা পাড়ের সাতবাড়িয়া এলাকার নজরুল বলেন, বর্ষা মৌসুমে পদ্মার পানি বাড়ে। তখন কুচুরিপানা ভেসে আসে। বছরের অন্য কোন সময় এভাবে কুচুরিপানা ভেসে আসে না। শুধুমাত্র বর্ষার শুরুতে নদীতে পানি বাড়লে উজান থাকা কুচুরিপানাগুলো ভেসে আসে। পদ্মার পানি ১৫ থেকে ১৬ সেন্টিমিটার হলে নদী ভোরে যায়।

এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, বাড়ছে পদ্মার পানি। মঙ্গলবার বিকেল ৩টায় পদ্মা নদীর রাজশাহী সীমান্তে পানি ছিল ১১ দশমিক ৩৮ সেন্টিমিটার। রাজশাহীতে পদ্মার বিপদসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালী পৌরসভা আস্করিয়া সড়ক পরিদর্শন করেন ইউএনও
বাঁশখালী পৌরসভা আস্করিয়া সড়ক পরিদর্শন করেন ইউএনও
কিশোরগঞ্জে বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ
কিশোরগঞ্জে বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ
যশোরের সাবেক পুলিশ সুপার, টিএসআই ও কাউন্সিলরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
যশোরের সাবেক পুলিশ সুপার, টিএসআই ও কাউন্সিলরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা