• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাটগ্রামে থানা থেকে ছিনিয়ে নেওয়া বিএনপি নেতা গ্রেপ্তার

   ৫ জুলাই ২০২৫, ০৩:৪৬ পি.এম.
গ্রেপ্তারকৃত বিএনপি নেতা সোহেল রানা চপল। ছবি : সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া বিএনপি নেতা সোহেল রানা চপলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) সকালে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন এলাকা থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই এ মামলার অজ্ঞাতনামা আসামি ছিলেন।

গ্রেপ্তার চারজন হলেন—রহমতপুর মেসিরপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম, সোহাগপুরের সিরাজুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৪৯), বাউড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে হাবিবুর রহমান (৪২) এবং একই গ্রামের মৃত মাহাতাব হোসেনের ছেলে আবুল কালাম (৫২)।

থানা থেকে ছিনিয়ে নেওয়া সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন—পাটগ্রামের মমিনপুর এলাকার লিয়াকত আলীর ছেলে বেলাল হোসেন এবং মির্জার কোর্ট এলাকার সামসুল হকের ছেলে সোহেল রানা চপল।

গত বুধবার রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সরোওর বাজার এলাকায় পাথর ও বালুবাহী ট্রাক থেকে চাঁদাবাজির সময় বেলাল হোসেন ও সোহেল রানা চপলকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত থেকে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই রাতেই তাদের থানায় নেওয়া হলে বিএনপি ও তাদের সমর্থকদের একটি দল হঠাৎ থানায় হামলা চালিয়ে দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে। মামলার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর ছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় মুজিব মঞ্চের স্থানে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
বগুড়ায় মুজিব মঞ্চের স্থানে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
৮ দফা দাবিতে তালা ঝুলিয়ে ধর্মঘটে পাবনা টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা
৮ দফা দাবিতে তালা ঝুলিয়ে ধর্মঘটে পাবনা টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা
কুষ্টিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে বিয়ে বাড়িতে ডাকাতি
কুষ্টিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে বিয়ে বাড়িতে ডাকাতি