• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ট্রাফিকের ভূমিকায় আমান উল্লাহ

   ৪ জুলাই ২০২৫, ০৬:৫৮ পি.এম.

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ব্যতিক্রমী ভূমিকা পালন করছেন আমান উল্লাহ। চট্টগ্রাম জেলা বাঁশখালী চাম্বল শেখেরকিল ছনুয়া রিক্সা ও সিএনজি ৪ (স্টোক) শ্রমিক কল্যাণ সমবায় সমিতির এডহক কমিটির এই সদস্য স্বেচ্ছাপ্রণোদিত হয়ে প্রতিদিন চাম্বল বাজারে ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছেন।

চাম্বল বাজার সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সকাল ও দুপুরে শিক্ষার্থীদের ব্যাপক আনাগোনা থাকে। এ সময় বাজারে যানজট এবং যানবাহনের বিশৃঙ্খল চলাচল শিক্ষার্থীদের জন্য ঝুঁকি তৈরি করে। আমান উল্লাহ এই সমস্যাটি উপলব্ধি করে প্রায়শই নিজের কাজ ফেলে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে সহায়তা করেন এবং যানবাহনকে সুশৃঙ্খলভাবে চলতে নির্দেশনা দেন।

তার এই উদ্যোগকে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, আমান উল্লাহর মতো ব্যক্তিরা সমাজের জন্য অনুপ্রেরণা। তার এই কাজ নিঃসন্দেহে এলাকার ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করছে।

আমান উল্লাহ জানান, শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে যাওয়া-আসা করতে দেখে তিনি মানসিক শান্তি পান। তিনি বলেন, "ছোট ছোট ছেলেমেয়েরা যখন ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়, তখন আমার খারাপ লাগে। তাই যতটুকু পারি, তাদের সাহায্য করার চেষ্টা করি।"

চাম্বল বাজারে আমান উল্লাহর এই ভূমিকা স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও সাহায্য করছে। তার এই কাজ প্রমাণ করে যে, ছোট ছোট উদ্যোগও সমাজে বড় পরিবর্তন আনতে পারে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ জাল জব্দ, আটক ১
সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ জাল জব্দ, আটক ১
ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির
ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির
বাঁশখালীতে শ্রমিক কল্যান ফেডারেশনের শিল্প বিষয়ক সম্পাদক এর কারামুক্তিতে সংবর্ধনা
বাঁশখালীতে শ্রমিক কল্যান ফেডারেশনের শিল্প বিষয়ক সম্পাদক এর কারামুক্তিতে সংবর্ধনা