ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ


ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের বাড়িতে ‘আওয়ামী লীগের গোপন বৈঠক’ হচ্ছে—এমন অভিযোগ তুলে সেখানে চড়াও হন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ঝিলটুলী এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির নেতারা গেট খুলে বাড়ির ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ডের কাছে জানতে চান কোনো গোপন সভা হচ্ছে কিনা। গার্ড ‘না’ জানালে তারা হুমকি দিয়ে চলে যান। পরে ভূমি অফিসের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন।
বিএনপির মহানগর সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ বলেন, আমরা গিয়েছিলাম দেখতে, সেখানে গোপন বৈঠক হচ্ছে কিনা।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, আমি ঢাকায়, বিষয়টি জানি না।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এ কে আজাদ ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন। এর আগে তাকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করা হয়।
ভিওডি বাংলা/ডিআর
মহিলা দলের নেত্রীকে নির্যাতন, বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার
ভোলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন মহিলা দলের নেত্রীকে …

কুমারখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি
আওয়ামীলীগের সময় যে নির্যাতনের শিকার হয়েছি আমরা ভুলিনি। …

বাঁশখালীতে সরকারকে কর ফাঁকি দিয়ে রেজিস্ট্রি করা হল ৭ তলা ভবন
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম বাঁশখালীতে তথ্য গোপন করে ৭তলা ভবনের রেজিস্ট্রি …
