• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইবিতে জুলাই-আগস্ট বর্ষপূর্তি পালনে ব্যাপক কর্মসূচি ঘোষণা

   ৪ জুলাই ২০২৫, ০২:২৮ পি.এম.
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই-আগস্ট বিপ্লবকে স্মরণ রেখে মাসব্যাপী বর্ষপূর্তি পালনে ‘লাল ব্যাচ’ পরিধান, সংগ্রহশালা উদ্বোধন ও ডকুমেন্টারি প্রদর্শন-সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত বুধবার (২ জুলাই) জুলাই-আগষ্ট বার্ষিকী পালনের বাস্তবায়ন কমিটির প্রথম সভায় এসব কর্মসূচিসমূহ গৃহীত হয়। এসময় বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে সভায় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম সহ কমিটির বিভিন্ন পর্যায়ের ২৬ জন সদস্য উপস্থিত ছিলেন।  

গৃহীত কর্মসূচির মধ্যে- ২ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ‘লাল ব্যাচ’ পরিধান, ১২ জুলাই দুপুর ১২টায় জুলাই আগষ্ট সংগ্রহশালা উদ্বোধন, ১৬ জুলাই বেলা ১১টায় শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে ইবি স্কুলের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন ও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান, ২ আগষ্ট থেকে ৪ আগষ্ট পর্যন্ত ক্লাস চলাকালীন সময়ে অনুষদ ভবনের নিচে জুলাই-আগষ্ট আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন করা।

এছাড়া ৩ আগষ্ট সকাল ১০টায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংহতি দিবস উপলক্ষে আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও দুপুর ১২টায় প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন, ওইদিন সন্ধ্যা ৬টা থেকে ৬ আগষ্ট ভোর ৬টা পর্যন্ত মেইন গেট, প্রশাসন ভবন, ভিসির বাসভবন, প্রশাসন ভবনের সামনের চত্বর ও আবাসিক হলসমূহে লাল সবুজ আলোকসজ্জায় সজ্জিতকরণ, ৪ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজি, ৫ আগষ্ট  সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান পালিত হবে।

উল্লেখ্য, এর আগে ২ জুলাই শহীদদের স্মরণে দোয়া মোনাজাত, বৃক্ষরোপণ ও আহতদের বিশেষ অনুদান প্রদান করা হয়। উপরোক্ত কর্মসূচির বাইরে বিভাগ ও হলসমূহ প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করতে পারবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানকে সংবর্ধনা
ইবিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানকে সংবর্ধনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে 'মুক্তির পাঠাগার' স্থাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে 'মুক্তির পাঠাগার' স্থাপন
ছাত্রী মোটা না চিকন দেখতে ইমোতে কল দেন শিক্ষক!
ছাত্রী মোটা না চিকন দেখতে ইমোতে কল দেন শিক্ষক!