‘ভোটে যদি বিএনপি হারে’ আমরা মেনে নিতে প্রস্তুত : রুমিন ফারহানা


নিজস্ব প্রতিবেদক
বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘ভোটে যদি বিএনপি হারে, সেটাও মেনে নিতে আমরা প্রস্তুত। কিন্তু জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মানুষকে তার পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দিতে হবে।’
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে জুলাই আন্দোলনের সেই দৃঢ় ঐক্য এবং নির্বাচন নিয়ে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি কোনো গোপন সশস্ত্র দল নয়। আমরা গণতান্ত্রিক পথে বিশ্বাস করি এবং ২০১৩ সাল থেকেই নির্বাচনের দাবিতে মাঠে আছি। আজ হঠাৎ নির্বাচন দাবি করছি, বিষয়টি এমন নয়।’
তিনি বলেন, ‘আজ থেকে এক বছর আগে দল-মত নির্বিশেষে আমরা একমত হয়েছিলাম একটি ফ্যাসিবাদী, লুটতরাজে নিমজ্জিত সরকারকে আর এক মুহূর্তও সময় দেওয়া যাবে না। সেই ঐক্যের ভিত্তিতেই এক মাস পাঁচ দিন তীব্র আন্দোলন হয়েছিল। ‘ওই সময়ের আন্দোলনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করা, বাকস্বাধীনতা ও আইনের শাসন ফিরিয়ে আনা এবং গুম-খুনের রাজনীতি থেকে দেশকে মুক্ত করা। আন্দোলনের ফলশ্রুতিতে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল।’
সংস্কার ইস্যুতে বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘২০১৬ সালে ভিশন ২.০ ও ৩.০, পরবর্তীতে ২৭ দফা এবং সর্বশেষ ৩১ দফা সংস্কারের রূপরেখা দেওয়া হয়। এ ৩১ দফা কেবল বিএনপির নয়, আন্দোলনে যুক্ত সব দলের সম্মিলিত দফা ছিল। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেগুলোর অনেক অংশই এ দফাগুলোর অন্তর্ভুক্ত।’ বিএনপির এই নেত্রী বলেন, ‘৯০ শতাংশের বেশি সংস্কারে আমরা একমত হয়েছি।
তিনি জানান, বিএনপি দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের ৪৭ সুপারিশের মধ্যে ৪৬টিতে একমত, বিচার বিভাগ সংস্কারে ৪২টি সুপারিশে একমত, নির্বাচন ব্যবস্থা সংস্কারে ২৪৩ সুপারিশের মধ্যে ১৪১টি এবং জনপ্রশাসন সংস্কারে ২১৬ সুপারিশের মধ্যে ১৮৭টিতে সম্মতি জানিয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
জ্যেষ্ঠ প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাইয়ের বিপ্লবী …

জুলাই শুধু মুক্তির মাস না, হান্নান মাসউদের কপাল খোলার মাস : নির্ঝর
ভিওডি ডেস্ক
সাংবাদিক জাওয়াদ নির্ঝর বলেন, জুলাই শুধু বিপ্লবের না, …

ব্যক্তিগত পছন্দে একাধিক উপদেষ্টা নিয়োগ পেয়েছেন : আব্দুন নূর তুষার
ভিওডি বাংলা ডেস্ক:
জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সার …
