সিরিজের মাঝেই লন্ডন যাচ্ছেন বাংলাদেশ কোচ


স্পোর্টস ডেস্ক
টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ দল। শনিবার (০৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে মেহেদী হাসান মিরাজের দল। তার আগে শুক্রবার (০৪ জুলাই) দুপুরে টিম হোটেল থেকে লন্ডনের পথ ধরেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
মূলত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন সিমন্স। দলের সঙ্গে থাকা একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে ডাক্তার দেখিয়ে তৃতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স।
এ প্রসঙ্গে টিম ম্যানেজার নাফিস ইকবাল জানান, ‘ব্যক্তিগত কারণে ফিল সিমন্স দু’দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। ফেব্রুয়ারিতেই তার চিকিৎসকের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় ওই সময় যেতে পারেননি। এবারের অ্যাপয়েন্টমেন্ট কোনোমতেই মিস করা সম্ভব ছিল না। তিনি চেষ্টা করেছিলেন সময়টা পরিবর্তন করার, কিন্তু সম্ভব হয়নি। এই সফরের আগেও বোর্ডের সঙ্গে সিমন্স পরামর্শ করে পরিকল্পনা করেছিলেন। ইনশা-আল্লাহ ৭ তারিখ (জুলাই) ফিরে আসবেন তিনি।’
এর আগে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের সময় পাকিস্তানে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। এদিকে, প্রধান কোচের অনুপস্থিতিতে দ্বিতীয় ওয়ানডেতে বাড়তি দায়িত্ব নিতে হবে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। এ ছাড়া দলের সঙ্গে আছেন পেস বোলিং কোচ শন টেইট এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে কলম্বোয়। পরবর্তীতে ৮ জুলাই পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
জোতার ২০ নম্বর জার্সিকে ‘অমর’ ঘোষণা লিভারপুলের
স্পোর্টস ডেস্ক
গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো …

ফুটবলে শোকের ছায়া, না ফেরার দেশে জোতা
স্পোর্টস ডেস্ক
লিভারপুল ও পর্তুগালের অন্যতম সেরা ফরোয়ার্ড দিয়োগো জোতা …

এশিয়া কাপে হংকংকে হারাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক:
চীনের ডাজহু শহরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ …
