টপ নিউজ
শুটিং চলাকালে হাসপাতালে ভর্তি অভিনেত্রী স্বস্তিকা
৪ জুলাই ২০২৫, ১১:৫৮ এ.এম.


স্বস্তিকা দত্ত। ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং চলাকালীন হঠাৎ তীব্র ব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এই ঘটনায় ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
অসুস্থতার কথা জানিয়ে স্বস্তিকা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সব ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। হঠাৎ এমন যন্ত্রণায় পড়ব ভাবিনি। মনে হয়েছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা।
অভিনেত্রী জানান, সহশিল্পীদের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে লড়ছি। তবে এই ছবি আমার কাছে বিশেষ। প্রতিজ্ঞা করছি, যাই ঘটুক ছবিকে আরও বিশেষ করে তুলব।
তিনি জানান, শুটিংয়ের সময়সূচি মাথায় রেখেই তার চিকিৎসা করা হচ্ছে।
ভিওডি বাংলা/ডিআর