• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

   ৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ পি.এম.
রুয়েট শিক্ষার্থীদের রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

রাজশাহী ব্যুরো 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক এক ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন।

এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে মহাসড়কে অবস্থান নেন। এতে সাময়িক সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের প্রধান তিন দফা দাবি হলো :

১. ৯ম গ্রেডে নিয়োগে বাধ্যতামূলক পরীক্ষা ও বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং ক্যাডারে ৯ম গ্রেড বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং আবেদনকারীর অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

২. কোনো প্রকার কোটা বা সমমান পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না। টেকনিক্যাল ১০ম গ্রেড বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে যাতে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারী অংশ নিতে পারেন।

৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ যেন ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে না পারে—এ বিষয়ে আইন পাস করে সরকারি গেজেট প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, এসব দাবি বাস্তবায়ন না হলে প্রকৃত ইঞ্জিনিয়াররা অবমূল্যায়িত হবেন এবং পুরো পেশার মান ক্ষুণ্ন হবে। তারা দ্রুত এই তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।


ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূর্বধলায় বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের দাবীতে মানববন্ধন
পূর্বধলায় বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের দাবীতে মানববন্ধন
আলোকদিয়ায় জমির বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
আলোকদিয়ায় জমির বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১