• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খুলনার নাছিরপুর খাল উন্মুক্ত

২০ গ্রামের মানুষের মাছ ধরার উৎসব

   ২ জুলাই ২০২৫, ০৬:০১ পি.এম.
২০ গ্রামের মানুষের মাছ ধরার উৎসব

খুলনা প্রতিনিধি

প্রায় দশ কিলোমিটার এলাকার ওপর দিয়ে প্রবাহিত ২০ টি গ্রামের লক্ষ লক্ষ মানুষের 'জীয়নকাঠি' খুলনার পাইকগাছার তালতলা থেকে হরিঢালী অবধি বহুল আলোচিত নাছিরপুর খালটি (২ জুলাই) বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্ধার ও উন্মুক্ত করেছেন উপজেলা প্রশাসন। এলাকার নারী-পুরুষসহ হাজার হাজার আম জনতার উৎসব মুখর উপস্থিতিতে এসিল‍্যান্ড,সেনাবাহিনী,পুলিশ কর্মকর্তাগণের পরিচালনায় খাল থেকে সমস্ত প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। প্রায় ২০৫ বিঘা জায়গার ওপর বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয় সাইনবোর্ড। মানুষ তিন দশক পরে খালের ওপর তাদের পূর্ণ অধিকার ফিরে পেয়ে মাছ ধরার আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। 

সোমবার (৩০ জুন) খুলনা জেলার ভূমি মন্ত্রণালয়ে জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির সর্বশেষ সভায় পাইকগাছার নাছিরপুর খাল উন্মুক্ত করার ঘোষণা করা হয়েছিল।

খালটি উন্মুক্ত করার ফলে খালকে অবলম্বন করে যাদের অন্ন সংস্থান , খাল ঘিরে যাদের জীবন-জীবিকা তাদের ঘরে ঘরে এখন আনন্দের বন‍্যা বইছে। মিস্টি বিতরণ চলছে গ্রামে-পাড়ায়-বাড়ি-বাজারে। খালের দুই পাড়ে প্রান ফিরে পাওয়ার উচ্ছ্বাস চলছে।দৃশ‍্যত:তালতলা,চিনেমলা,গোয়ালবাথান,প্রতাপকাঠি,খোলা,কাজীমুছা, রেজাকপুর,কাশিমনগর, কানাইডাঙ্গা,কপিলমুনি ,হরিঢালী,সলুয়া শ্রীরামপুর,হাউলি,নাছিরপুর,রামনগর,মাহমুদকাঠির মানুষের মাঝে  বুধবার ছিল অন্যরকম দিন। প্রনোচ্ছাস-উৎসব-উল্লাসের দিন। তারা বহুকাল ধরে যে দাবী পুরণে অনেক ত‍্যাগ তিতিক্ষা নিপীড়িত ভয়-ভীতি বৈষম্যের দিন কাটিয়েছেন তা পুরন হয়েছে।

বহুকাল ধরে খাল সন্নিহিত বিস্তীর্ণ এলাকার লাখ লাখ সাধারণ জেলে, কৃষক, ঘের চাষী এবং সর্বসাধারণ অবরুদ্ধ ও অসহায় জীবনযাপন করে আসছিল।রাজনৈতিক দলীয় পরিচয়ে কতিপয় খালদস্যু দখলদার ভীতি ছড়িয়ে প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করে টাকার পাহাড় গড়েছেন । এসব জলমহাল থেকে গ্রামের সাধারণ মানুষ যেমন ফসলের জন্য পানি দিতে পারে না, তেমনি প্রয়োজনীয় কাজেও এ পানি ব্যবহার করতে পারত না। যারা খালের পাশে মাছের ঘের করে জীবিকা নির্বাহ করে তাদের ঘেরের সর্বনাশ করে আসছিল এই খালদস্যুরা।খালদস‍্যূদের নিপীড়নের শিকার হয়েছেন বহু এলাকাবাসী।

তারা স্থানে স্থানে বাঁশের পাটা, ঘন জালের বেস্টনী নেটপাটা দিয়ে পানি প্রবাহ জব্দ করে খালটি প্রায় ভরাট করে ফেলেছে। গলা টিপে মারছে খালের প্রান- প্রাচূর্য ।যে কারণে দীর্ঘকাল ধরে গ্রাম গ্রামান্তরের লক্ষ লক্ষ ভুক্তভোগী মানুষ নাছিরপুর খালটি উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিল। খাল ঘিরে রাজনৈতিক দলের দুই গ্রুপের দখল-পাল্টা দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময় রনক্ষেত্রের দৃশ‍্যপট সৃষ্টি হয়েছে। সেখানে সাধারণ মৎস্যজীবীদের মারধর করে উচ্ছেদ করা হয়েছে। 
এ বিষয়ে অতীতে অসংখ্য বার মিছিল সমাবেশ মানব বন্ধন, প্রেস কনফারেন্স করেও মেলেনি সমাধান। 

অবশেষে খুলনা জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ সাইফুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় খাল উদ্ধার ও উন্মুক্ত করার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার পর খাল পাড়ের সাধারণ জেলে, কৃষক এবং সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জ্ঞাপন করে আনন্দ মিছিল করেছেন। মিষ্টি বিতরণ করেছেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় সীমান্তঘেঁষা বাড়ি থেকে ফেনসিডিল ইয়াবাসহ আটক ৩
ভারতীয় সীমান্তঘেঁষা বাড়ি থেকে ফেনসিডিল ইয়াবাসহ আটক ৩
ফুলবাড়ীতে চেয়ারম্যানকে টাকা দিয়েও মিলছে না ভিজিডি কার্ড
ফুলবাড়ীতে চেয়ারম্যানকে টাকা দিয়েও মিলছে না ভিজিডি কার্ড
দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার
দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার