৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক
গাজায় চলমান সংঘাত নিরসনে ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দখলদার ইসরায়েল। এই যুদ্ধবিরতির খসড়া চুক্তির প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে দেশটি।
বুধবার (২ জুলাই) ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধবিরতির সময়সীমার মধ্যে সব পক্ষের সঙ্গে কাজ করে একটি স্থায়ী যুদ্ধসমাপ্তির পথ বের করার চেষ্টা করা হবে।’
তিনি আরও জানান, কাতার ও মিসরের সক্রিয় মধ্যস্থতায় এই উদ্যোগে অগ্রগতি এসেছে।
নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে। আমরা এই সময়ের মধ্যেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে সব পক্ষের সঙ্গে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘কাতার ও মিসরের কর্মকর্তারা শান্তি আনয়নে কঠোর পরিশ্রম করেছেন। তারা এখন একটি চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করবেন। আমি আশা করি, হামাস এই চুক্তি গ্রহণ করবে। কারণ চুক্তি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।’
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবটি মূলত দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। ট্রাম্পের বক্তব্য সেই প্রস্তাবের দিকেই ইঙ্গিত করে বলে ধারণা করা হচ্ছে।
তবে দীর্ঘদিন ধরেই এই প্রস্তাব নিয়ে আলোচনা থমকে ছিল। কারণ, ইসরায়েল চায় যুদ্ধবিরতির পরও গাজায় হামলার অধিকার তার হাতে থাকুক। অন্যদিকে হামাস শুরু থেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই অস্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না, যদি না একটি স্থায়ী শান্তি চুক্তির নিশ্চয়তা দেওয়া হয়।
এ প্রেক্ষাপটে ট্রাম্পের এই ঘোষণা অনেককে চমকে দিয়েছে। টাইমস অব ইসরায়েল বলছে, ট্রাম্প হয়তো এবার এমন একটি অবস্থান নিয়েছেন, যাতে দুই পক্ষই কিছুটা সন্তুষ্ট হয়।
এই প্রক্রিয়ার মধ্যস্থতায় সক্রিয় ভূমিকা রাখছে কাতার ও মিসর। তারা হামাস ও ইসরায়েলের মধ্যে মূল মতপার্থক্যগুলো দূর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগেই গত সোমবার ট্রাম্প জানিয়েছিলেন, তিনি গাজায় একটি যুদ্ধবিরতি চান। তার কিছুক্ষণ পরেই হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট গাজায় আর হত্যাযজ্ঞ দেখতে চান না এবং যুদ্ধ বন্ধকে অগ্রাধিকার দিচ্ছেন।
জানা গেছে, আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য জোরালো চাপ সৃষ্টি করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ভিওডি বাংলা/ডিআর
প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন
ভিওডি বাংলা ডেস্ক
প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের …

ট্রাম্পের ‘প্রথম পছন্দ’ পুত্রবধূ লারা
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের জন্য পুত্রবধূ লারা ‘প্রথম পছন্দ’ …
