• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাজিরগঞ্জে বিআইডব্লিউটিয়ের পোর্ট অফিসারের অপসারণ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন

   ১ জুলাই ২০২৫, ০৫:৩১ পি.এম.
নাজিরগঞ্জে বিআইডব্লিউটিয়ের পোর্ট অফিসারের অপসারণ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনা প্রতিনিধি 

পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট ইজারাদার রানা মন্ডল ও অন্যান্যদের বিরুদ্ধে ফেরিঘাটের পোর্ট অফিসার এর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে ফেরিঘাটের বিআইডব্লিউটি এর পোর্ট অফিসার তোফাজ্জল হোসেন কে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন তারা।

নাজিরগঞ্জ সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার (৩০ জুন) বিকেলে নাজিরগঞ্জ ফেরিঘাটের সামনে বিক্ষোভ ও মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। বিকেল ৫টার দিকে নাজিরগঞ্জ বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল ফেরিঘাটের সামনে বিআইডব্লিউটি এর পোর্ট অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পোর্ট অফিসার তোফাজ্জল হোসেন গোপালগঞ্জের বাসিন্দা ও আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের সময় এক যোগদানের পর আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে তৎপর। বিএনপিপন্থী লোকজন যারা ১৬ বছর ধরে নির্যাতিত তাদেরকে তিনি মামলা দিয়ে এখনো নানাভাবে হয়রানি করছেন। বৈধ ইজারাদার থেকে ঘাট দখলের চেষ্টা করছেন। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে। না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

রানা মন্ডল বলেন, আমরা জেলা প্রশাসন থেকে ইদারা নিয়েছি। আমরা ইতোমধ্যেই সরকারের কোষাগারে ৪২ লাখ টাকা জমা দিয়েছি। সরকার এখানে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আর পোর্ট অফিসার যেভাবে ইজারাদার দেয়ার চেষ্টা করছেন তাতে ১০ লাখের বেশি সরকারি কোষাগারে জমা সম্ভব নয়। তারপরও সরকারের ক্ষতি করে তোফাজ্জল হোসেন ঘাটের ইজারা বাতিলের চেষ্টা করছে।

তবে অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিএ এর পোর্ট অফিসার তোফাজ্জল হোসেন বলেন, এভাবে মানববন্ধন ও বিক্ষোভ করে কারো অপসারণ হয় না। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিতে হবে। তারা (বিক্ষোভকারীরা) অবৈধভাবে ঘাট চালাতে চায়। তারা ঘাটের ইজারা নিয়ে অবৈধভাবে নৌযান চালাতে চায়, যার কোনো বৈধতা নেই। যারা অবৈধভাবে ঘাট চালাতে চায় আমিও তাদের সঙ্গে থাকতে চাই না। আমার কর্তৃপক্ষ আমাকে সরিয়ে দিলে আমি চলে যাব। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে ভেঙে পড়লো বাঁশের সাঁকো, জনদূর্ভোগে ৩০ হাজার মানুষ
বাঁশখালীতে ভেঙে পড়লো বাঁশের সাঁকো, জনদূর্ভোগে ৩০ হাজার মানুষ
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩
ব্রক্ষ্মপুত্র থেকে এক শিক্ষর্থীর মৃতদেহ উদ্ধার
ব্রক্ষ্মপুত্র থেকে এক শিক্ষর্থীর মৃতদেহ উদ্ধার