• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ’লীগ কখনোই শোধরাবে না- ফয়েজ আহম্মদ

   ১ জুলাই ২০২৫, ০৫:২৫ পি.এম.
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

খুনি হাসিনাই আওয়ামী লীগকে আর ফিরতে দেবে নামন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, আওয়ামী লীগ আবারও পুরো জাতির সঙ্গে মশকরা করেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো, তারা কখনোই শোধরাবে না।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে ফয়েজ আহম্মদ লেখেন, ‘ভুল বুঝতে পারা দুর্বলতা নয়’- এই অংশটি দেখে আমি ভেবেছিলাম তারা বুঝি নিজেদের অপরাধকে ভুল হিসেবে উপস্থাপন করে জাতির কাছে ক্ষমা চাইতে যাচ্ছে। পরে দেখি না, তারা আবারও পুরো জাতির সঙ্গে মশকরা করেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো, আওয়ামী লীগ কখনোই শোধরাবে না।’

তিনি লেখেন, ‘সুযোগ পেলেই এরা আগের চেয়েও ভয়ংকর হবে, হিংস্র জানোয়ারের মতো মেতে উঠবে প্রতিশোধের নেশায়। যখনই কোনো না কোনো কারণে গণতন্ত্রকামী শক্তিগুলোর মধ্যে কোনো বাহাস হয়, একটুখানি দূরত্ব দেখা দেয় তখন আরও ভয়ংকর হয়ে ফেরার নেশায় মত্ত হয় আওয়ামী লীগ; কিন্তু বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগ ফিরবে না। খুনি হাসিনাই আওয়ামী লীগকে আর ফিরতে দেবে না। কারণ আওয়ামী লীগকে ফিরতে হলে জুলাই গণহত্যাসহ ১৬ বছরের সকল গুম-খুনের দায় স্বীকার করতে হবে। সেক্ষেত্রে হাসিনা কোনোভাবেই দায় এড়াতে পারবে না।’

তিনি আরও লেখেন, ‘অন্যদিকে খুনি হাসিনা জানে, তার এবং তার পরিবারের রাজনৈতিক নেতৃত্ব দলের নেতাকর্মীদের কাছে প্রত‍্যাখ্যাত হয়ে পড়েছে, সুতরাং আওয়ামী লীগকে ফিরতে হলে নতুন ব‍্যবস্থাপনায় ফিরতে হবে, যা হাসিনা তার জীবদ্দশায় হতে দেবে বলে মনে হয় না। সুতরাং আওয়ামী লীগ এখন ক্ষণে ক্ষণে গর্জে ওঠার ভান করবে আর অভ‍্যুত্থানবিরোধী বয়ান তৈরিতে ব্যস্ত থাকবে।’

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রসমাজই প্রকৃত গণতান্ত্রিক পরিবর্তনের চালিকা শক্তি- মির্জা ফখরুল
ছাত্রসমাজই প্রকৃত গণতান্ত্রিক পরিবর্তনের চালিকা শক্তি- মির্জা ফখরুল
সারজিসরা নেতা নয়, তারা অভিনেতা: ফজলুর রহমান
সারজিসরা নেতা নয়, তারা অভিনেতা: ফজলুর রহমান
পৃথিবীর কোন আইনে আছে ব্যক্তিকে সংবিধানের ওপর স্থান দিতে হবে : শেখ ফরিদ
পৃথিবীর কোন আইনে আছে ব্যক্তিকে সংবিধানের ওপর স্থান দিতে হবে : শেখ ফরিদ