• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আখাউড়া স্থলবন্দরে বন্ধ আমদানি-রফতানি

   ২৯ জুন ২০২৫, ০৭:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আখাউড়া প্রতিনিধি

এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য। মূলত, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, রোববার (২৯ জুন) সকাল থেকে কোন ধরনের পণ্য এপথে আমদানি বা রফতানি বাণিজ্য হয়নি। এমনকি কোন পণ্যবাহী ট্রাক আখাউড়া স্থলবন্দরেও আসেনি। আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তারা কর্মবিরতিতে থাকায় ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। কোনো ধরণের কাগজপত্রে স্বাক্ষর করেনি কর্মকর্তারা। অবশ্য আগাম স্বাক্ষর করিয়ে রাখা কাগজপত্রের মাধ্যমে শনিবার ভারতে গিয়েছে ২৩টি গাড়িতে করে ৯২ টন মাছ ও ৩টি গাড়িতে ৬৬ টন আটা।

তবে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আখাউড়া কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাদরুল হাসান চৌধুরী জানান, কমপ্লিট শাটডাউনের কারণে শনিবার সকাল থেকে বন্দরের ব্যবসায়ীরা বিল অব এন্ট্রি সাবমিট না করায় দ্বিতীয় দিনের মতো রোববারও কোনো পণ্য ভারতে যায়নি। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে ঢাকায় ব্র্যাক ইপিএলের সম্মেলন
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে ঢাকায় ব্র্যাক ইপিএলের সম্মেলন
রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ কাটা পড়তে পারে
রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ কাটা পড়তে পারে
পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা
পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা