• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অর্থ উপদেষ্টা-এনবিআর ঐক্য পরিষদের বৈঠক নিয়ে ধুম্রজাল

   ২৯ জুন ২০২৫, ০৪:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এনবিআর নিয়ে চলমান সংকট নিয়ে আজ বিকাল ৪টায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ার কথা জানিয়েছিল এনবিআর ঐক্য পরিষদ। কিন্তু অর্থ মন্ত্রণালয় বলছে, এ ধরনের বৈঠকের বিষয়ে তারা কিছুই জানে না এবং এ ধরনের বৈঠকের কোন শিডিউলও নেই।

ফলে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর ঐক্য পরিষদের কোন বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ঐক্য পরিষদের পক্ষ থেকে বৈঠকের কথা বলা হলেও অর্থমন্ত্রণালয় এ বিষয়ে কিছু জানে না এবং বৈঠকের বিষয়ে কোন আমন্ত্রণও জানানো হয়নি।

রোববার (২৯ জুন) দুপুরে ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মির্জা আশিক রানা এনবিআর ফটকের বাইরে অবস্থানরত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, অর্থ উপদেষ্টা আমাদের বৈঠকে ডেকেছেন এবং আমাদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে বেলা ৪টায় সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সে হিসাবে ঐক্য পরিষদের প্রতিনিধি দলটি সচিবালয়ের উদ্দেশ্যে রওয়ানাও হয়েছে। ঐক্য পরিষদের প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশ্যে গেছেন এবং সেখান থেকে ফিরে আসার পর তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে টানা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালেন করে আসছে ঐক্য পরিষদ। আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতিত সকল ধরনের সেবা কর্মসূচি উপলক্ষে বন্ধ রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স : উপ-প্রেসসচিব
সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স : উপ-প্রেসসচিব
নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা