• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বন্ধ হল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, বরকে জরিমানা

   ২৮ জুন ২০২৫, ০৯:০৭ পি.এম.
সংগৃহিত

বগুড়ার শেরপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ের চেষ্টার অপরাধে রাকিবুল হাসান (২০) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বর ও কনে পক্ষকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মহারম আলীর ছেলে রাকিবুল হাসানের সঙ্গে একই এলাকার স্কুলছাত্রীর (১২) বিয়ের আয়োজন চলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করে দেন। এ ছাড়া এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ৭(১) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে একই আইনের ৮ ধারায় কনে ও বরপক্ষকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে ইউএনও আশিক খান বলেন, ‘‌‌‌‌‌শিশুদের জীবন নষ্ট হতে দেওয়া হবে না। বাল্যবিবাহ রোধে কঠোর নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম চলছে।

তিনি আরো বলেন, ‘‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌শিশুটির পড়ালেখা যাতে বন্ধ না হয় সে জন্য পরিবারকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় শিক্ষা কর্মকর্তাকেও বিষয়টি নিবিড়ভাবে তদারকি করতে বলা হয়েছে।’

ভিওডি বাংলা/এম

 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে কৃষকের ৫ টি বসত ঘর পুড়ে ছাই
তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে কৃষকের ৫ টি বসত ঘর পুড়ে ছাই
১৬ বছর পর মির্জা পরিবারের হাত থেকে রেলের জলাভূমি উদ্ধার
১৬ বছর পর মির্জা পরিবারের হাত থেকে রেলের জলাভূমি উদ্ধার
নাগরপুরে মীর বাবু’র ৩০তম শাহাদৎ বার্ষিকী পালন
নাগরপুরে মীর বাবু’র ৩০তম শাহাদৎ বার্ষিকী পালন