• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রেস সচিব শফিকুল আলম অবরুদ্ধ

   ২৮ জুন ২০২৫, ০৮:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে (সিনিয়র সচিব) খুলনা প্রেসক্লাবে অবরুদ্ধ করে রেখেছেন একদল বিক্ষোভকারী। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পদত্যাগ দাবিতে ধারাবাহিক আন্দোলনের মুখে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

শনিবার বিকালে তিনি প্রেসক্লাব পরিদর্শন করতে সেখানে যান। একই সময়ে আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে প্রেস সচিব প্রেসক্লাবে অবরুদ্ধ হন।

এ সময় আন্দোলনকারীরা বলতে থাকেন, কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত তাকে বের হতে দেওয়া হবে না। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেস সচিব প্রেসক্লাবে অবরুদ্ধ ছিলেন।

গণমাধ্যম কর্মী মোস্তফা জামাল পপলু গণমাধ্যমকে বলেন, ‘প্রেস সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের মতবিনিময় সভা শেষে বিকাল ৫টার দিকে খুলনা প্রেসক্লাব পরিদর্শনে আসেন। এসময় ছাত্র-জনতার আন্দোলনের একটি অংশ প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন। ফলে ক্লাব থেকে কেউই বের হতে পারেননি। এ অবস্থায় প্রেস সচিবও অবরুদ্ধ হন। ছাত্ররা এক পর্যায়ে বলতে থাকেন কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে ঘোষণা না দিলে প্রেস সচিব বের হতে পারবেন না।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিলখানায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
পিলখানায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
বন্ধ প্লাটিনাম ক্রিয়েশন কারখানা পুনরায় চালুর দাবি
বন্ধ প্লাটিনাম ক্রিয়েশন কারখানা পুনরায় চালুর দাবি
মুন্সিগঞ্জের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মুন্সিগঞ্জের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা