অবৈধভাবে বালু উত্তোলনে অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে


কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ফুলকুমার নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ফলে ভাঙনের মুখে পড়েছে থানাঘাট বাজারের নতুন হাটসেড ও নদীতীরবর্তী কয়েকটি পরিবারের বসতভিটা।
স্থানীয়দের অভিযোগ—বারবার নিষেধ করার পরও বালু উত্তোলন বন্ধ হয়নি।
গত ২৬ জুন সকালে সরেজমিনে দেখা গেছে, থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে পাইপ সংযুক্ত ড্রেজার মেশিন দিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করে তা বিক্রি করছেন ইউসুফ আলী।
নদীতীরবর্তী এলাকার বাসিন্দা রেজিয়া বেগম বলেন, বালু তোলায় আমাদের ঘরবাড়ি এখন ভাঙনের মুখে। নিষেধ করলেও কেউ শোনে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, প্রশাসনের চোখের সামনে বিএনপির স্থানীয় এক নেতা বালু উত্তোলন করে বিক্রি করছেন।
এ ঘটনায় দ্রুত তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, ড্রেজার মেশিন দিয়ে ফুলকুমার নদী থেকে বালু উত্তোলনের ফলে থানাঘাট হাটসেডসহ নদীতীরবর্তী বাড়িঘর হুমকির মুখে পড়েছে। আমরা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত ইউসুফ আলী প্রথমে কথা বলতে অস্বীকৃতি জানালেও পরে বলেন, নদীর দুই পাশের জমি আমাদের, তাই বালু উত্তোলন করে বিক্রি করছি।
এ বিষয়ে পাথরডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, বিষয়টি আমার জানা নেই।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, বালু উত্তোলনের খবর পেয়েছি, দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/এম
পাবনায় অবসরপ্রাপ্ত অধ্যাপকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশীর উপর …

গাইবান্ধায় পরকীয়া অপবাদে গৃহবধূকে গাছে বেঁধে পাশবিক নির্যাতন
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় পরকীয়ার অপবাদে চুলকেটে মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে …

বাঁশখালীতে সরকারি হাসপাতালে সেবায় ঘাটতি? নবজাতকের মৃত্যু
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বাঁশখালী হাসপাতাল) চিকিৎসা অবহেলা ও নার্স-স্টাফদের …
