• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

বোরকা পড়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা খেলেন ইমাম

   ২৫ জুন ২০২৫, ০৮:২১ পি.এম.

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: 

কুষ্টিয়া কুমারখালীতে বোরকা পরে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার সময়  মসজিদের ইমাম কে আটক করে এলাকাবাসী। মঙ্গলবার (২৪ জুন) বিকালে কুমারখালী উপজেলা সদকী ইউনিয়নের দিঘির পাড়া এলাকার এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যার আগে বোরকা পরিহিত একজনকে যেতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। এ সময় ওই বোরকা পরিহিতাকে আটক করলে পুরুষ কণ্ঠে কথা বললে ছদ্মবেশ ধারণের বিষয়টি বুঝতে পারে উপস্থিত জনতা। এ সময় তারা উত্তেজিত হয়ে ওই যুবকের পরিহিত বোরকা টেনে হেঁচড়ে খুলে ফেলে তাকে মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছদ্মবেশে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। 

আটক মসজিদের ইমাম কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্ৰামের আব্দুল হাই মোল্লার ছেলে আব্দুল  বারী (৩২)।

সদকী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আমিরুল ইসলাম বলেন, গ্ৰামের এক গৃহবধুর সঙ্গে মসজিদের ইমামের পরকীয়া সম্পর্ক আছে বলে জানি। এই বিষয়টি এলাকার সবাই জানে। মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় গ্ৰামের গোরস্থানের  সামনে থেকে বোরকা পরা অবস্থায় আব্দুল বারীকে আটক করে গ্ৰামবাসী। দুই বছর আগে ঐ ইমাম দিঘির পাড়া মসজিদে ইমামতি করা অবস্থায় গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে তাকে ইমামতি থেকে বাদ দেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে প্রায় দেখা সাক্ষাত হতো।

স্থানীয়রা জানান, মেয়ে সেজে পরকীয়া প্রেমিকার বাড়িতে ঢোকার চেষ্টা করায় যুবকের ওপর চড়াও হয় এলাকাবাসী। খানিকটা মারধরের পর খবর দেওয়া হয়  থানায়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে যায়। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ বলেন, বোরকা পরে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে গ্ৰামবাসী এক মসজিদের ইমাম কে আটক করে। তাকে ২৯৩ ধারায় একটি মামলা দিয়ে কোর্টে পাঠানোর হয়েছে।

ভিওডি বাংলা/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই অবরোধ চলছে
থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই অবরোধ চলছে
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
পুলিশ হেফাজতে নির্যাতন, ওসিসহ পুলিশের বিরুদ্ধে মামলা নির্দেশ
পুলিশ হেফাজতে নির্যাতন, ওসিসহ পুলিশের বিরুদ্ধে মামলা নির্দেশ