• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবারও তেজগাঁও সড়ক ট্রাক-পিকআপের দখলে

   ২৫ জুন ২০২৫, ১১:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আবারও দখলদারদের কবলে চলে গেছে রাজধানীর তেজগাঁও সড়ক। দিন রাত ২৪ ঘণ্টা সড়কজুড়ে দাঁড়িয়ে থাকে ট্রাক ও পিকআপ। ফলে যে উদ্দেশ্যে এলাকাটি দখলমুক্ত করে যান চলাচলের জন্য সড়ক তৈরি করা হয়েছিল, তা ব্যাহত হচ্ছে প্রতিদিনই। যদিও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, ওই এলাকায় শুধু পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করবেন তারা। ভবন নির্মিত হলে দখলমুক্ত হবে তেজগাঁও সড়ক।

সরেজমিনে দেখা যায়, চার লেন সড়কের দুটি লেনই দখল করে আছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। দেখে গ্যারেজ মনে হলেও এটি তেজগাঁও সড়ক। শুধু সড়ক দখলে রেখে অবৈধ পার্কিংই নয় কোথাও কোথাও চলছে গাড়ি মেরামতের কাজও। 

চালকদের দাবি, নির্দিষ্ট পার্কিংয়ের অভাবেই তারা মূল সড়কে গাড়ি রাখতে বাধ্য হন। তারা বলেন, ট্রাক স্টেশন ভর্তি হয়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখতে হয়। একইরকম কথা বলছে পুলিশ ও পরিবহন মালিকরা। তারা বলেন, জায়গা সংকটের কারণেই এই অবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, রাজধানীতে আসা ট্রাকগুলোর জন্য তেজগাঁওয়ে যে জায়গা নির্ধারণ করা রয়েছে, সেটি প্রয়োজনের তুলনায় খুবই ছোট।
 
সমস্যার কথা স্বীকার করে সিটি করপোরেশন জানিয়েছে, পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তবে ভূমি সংক্রান্ত জটিলতায় সেই কাজও থমকে আছে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন,  পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে। জায়গা বুঝে পেলেই কাজ শুরু করা হবে।
 
ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা