• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবদল নেতা আটক

   ২৪ জুন ২০২৫, ০৫:৪৬ পি.এম.

নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালীর চাটখিলে আগ্নেয়াস্ত্র, গুলি, কার্তুজসহ যুবদলের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার রামনারায়ণ ইউনিয়নের ধর্মপুর গ্রামের সাতের দীঘির দক্ষিণ পাড়ের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৪জুন) দুপুরে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

রুবেল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ওই এলাকার মৃত হোসেন চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সাতের দীঘির দক্ষিণ পাড় এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার যৌথ অভিযান চালায়। অভিযানে যুবদল নেতা রুবেলের বসতবাড়ির দক্ষিণ পাশের জানালার সানশেডের ওপর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়, যার সঙ্গে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল। এছাড়া ৩০৩ রাইফেলের ৭ রাউন্ড গুলি, ৭ রাউন্ড ১২ বোর কার্তুজ (রাবার বুলেট) এবং একটি লোহার তৈরি পুরাতন চাপাতি দা উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ বলেন, রুবেল বর্তমান ইউনিয়ন যুবদলের সভাপতি। সে এলাকায় নম্র-ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তার ঘরের বাইরের কার্নিশে কে বা কারা ষড়যন্ত্র করে অস্ত্রগুলো রেখে তাকে ফাঁসিয়েছে তা তদন্ত করে দেখা উচিত। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, অভিযানের সময় আসামি এসব অস্ত্র ও গোলাবারুদ নিজেই বের করে দেয়। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে।

পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতু না বানিয়েই ৩৪৩ কোটি টাকা নাই
সেতু না বানিয়েই ৩৪৩ কোটি টাকা নাই
কালিগঙ্গায় ড্রেজার বসিয়ে চলছে বালু লুট, নিরব প্রশাসন
কালিগঙ্গায় ড্রেজার বসিয়ে চলছে বালু লুট, নিরব প্রশাসন
রামগতিতে অনৈতিক কাজে ধরা পড়া বিএনপি নেতা বহিষ্কার
রামগতিতে অনৈতিক কাজে ধরা পড়া বিএনপি নেতা বহিষ্কার