• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবদল নেতা আটক

   ২৪ জুন ২০২৫, ০৫:৪৬ পি.এম.

নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালীর চাটখিলে আগ্নেয়াস্ত্র, গুলি, কার্তুজসহ যুবদলের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার রামনারায়ণ ইউনিয়নের ধর্মপুর গ্রামের সাতের দীঘির দক্ষিণ পাড়ের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৪জুন) দুপুরে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

রুবেল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ওই এলাকার মৃত হোসেন চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সাতের দীঘির দক্ষিণ পাড় এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার যৌথ অভিযান চালায়। অভিযানে যুবদল নেতা রুবেলের বসতবাড়ির দক্ষিণ পাশের জানালার সানশেডের ওপর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়, যার সঙ্গে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল। এছাড়া ৩০৩ রাইফেলের ৭ রাউন্ড গুলি, ৭ রাউন্ড ১২ বোর কার্তুজ (রাবার বুলেট) এবং একটি লোহার তৈরি পুরাতন চাপাতি দা উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ বলেন, রুবেল বর্তমান ইউনিয়ন যুবদলের সভাপতি। সে এলাকায় নম্র-ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তার ঘরের বাইরের কার্নিশে কে বা কারা ষড়যন্ত্র করে অস্ত্রগুলো রেখে তাকে ফাঁসিয়েছে তা তদন্ত করে দেখা উচিত। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, অভিযানের সময় আসামি এসব অস্ত্র ও গোলাবারুদ নিজেই বের করে দেয়। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে।

পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোকসাতে বিয়ে বাড়িতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
খোকসাতে বিয়ে বাড়িতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ জন বহিষ্কার
দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ জন বহিষ্কার
কুমিল্লায় আসিফ ও কায়কোবাদ অনুসারীদের সংঘর্ষ, আহত ৬৫
কুমিল্লায় আসিফ ও কায়কোবাদ অনুসারীদের সংঘর্ষ, আহত ৬৫