• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি স্বরা ভাস্করের

   ২৪ জুন ২০২৫, ০২:২৪ পি.এম.

বিনোদন ডেস্ক: 

ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরে বোম হামলায় পাখির মতো মানুষকেও উড়তে দেখে গেছেন। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস। 

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে অভিনেত্রী স্বরা ভাস্করকে। এবার গাজাবাসির হত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি ইংল্যান্ডের রাজনীতিবিদ ক্লদিয়া ওয়েব সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘণ করার জন্য ইসরায়েলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হোক।’ ওই পোস্টে সমর্থন জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন স্বরা। 

এর আগেও গাজার সমর্থনে এবং ইসরায়েলের বিপক্ষে পোস্ট করতে দেখা গেছে অভিনেত্রীকে। গাজা ও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে গতকাল সোমবার (২৩ জুন) রাতে গাজার একটি নৃশংস ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী।

মূল পোস্টটি লিখেছেন আসাল রাদের। গাজার এক বাসিন্দার ক্ষতবিক্ষত ছবি ভাগ করে তিনি লিখেছেন, ‘ইসরায়েলের মানবিক সাহায্য।’ আসাল রাদের ওই পোস্টটি নিজের এক্স হ্যান্ডলে (টুইটার) ভাগ করে স্বরা লিখেছেন, ‘এই সময় গাজা।’   

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা আফরান নিশো
প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা আফরান নিশো
৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
তারেক রহমান: ৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক