কুড়িগ্রামে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা


কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে 'স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহের ভূমিকা 'শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার(২৩ জুন) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে কুড়িগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক আসাদুজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত -ই খুদা,কুড়িগ্রাম সমাজসেবা উপপরিচালক হুমায়ুন কবির, গ্রাম আদালতের জেলা ম্যানেজার ও পাওয়ার পয়েন্ট উপস্থাপক দৌলতুন নেছা ও সাংবাদিক নেতা সাইয়েদ আহমেদ বাবু।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কালবেলা জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু, একুশে টিভির জেলা প্রতিনিধি খ,ম আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক শাহিন আহমেদ,আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম, দেশটিভির প্রতিনিধি জুয়েল রানা,জিটিভির প্রতিনিধি মিজানুর রহমান, নাগরিক টিভির প্রতিনিধি ফজলুল হক ফারাজীসহ সরকারি-বেসরকারি ও বিভিন্ন এনজিও কর্মীগণ।
এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত বিশেষ ভুমিকা পালন করে চলছে ।
ভিওডি বাংলা/এম