• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ভারতীয় দলের কোচ হতে চান সৌরভ গাঙ্গুলী

   ২৩ জুন ২০২৫, ০১:২১ পি.এম.

স্পোর্টস ডেস্ক: 

ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, সাবেক অধিনায়ক এবং বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, তিনি ভবিষ্যতে একদিন জাতীয় দলের কোচ হওয়ার জন্য প্রস্তুত। তবে এখনই নয়। সময় এবং পরিস্থিতি অনুকূল হলে, তিনি সেই গুরুদায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না বলেই ইঙ্গিত দিলেন সম্প্রতি।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, 'আমি কখনও ভেবে দেখিনি এই ব্যাপারটা, কারণ এখন আমি অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত। ২০১৩ সালে অবসর নেওয়ার পর বিসিসিআইয়ের সভাপতি হয়েছি। এখন বয়স ৫০, দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে আমি তৈরি।'

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহুদিনের সম্পর্ক রয়েছে। ২০১৮-১৯ এবং ২০২২-২৪ সময়কালে দিল্লির টিম ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন তিনি। যদিও চলতি আইপিএল মৌসুমে সরাসরি দলের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে বিভিন্ন সময়ে ক্রিকেটারদের পরামর্শ দিয়ে গিয়েছেন। সৌরভ মনে করেন, প্রশাসক হিসেবে তাঁর সবচেয়ে বড় অবদান নারী ক্রিকেটের প্রসারে।

বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সৌরভকে ঘিরে আবারও রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। পাঁচ বছর আগে যেমন হয়েছিল, তেমনটাই আবারো। কিন্তু মহারাজ একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে আসার কোনও ইচ্ছা তাঁর নেই। 'যে কোনও প্রস্তাবই আসুক না কেন, আমি রাজনীতিতে আসব না', স্পষ্ট বার্তা সৌরভের। 

গৌতম গম্ভীরকে নিয়ে সৌরভের প্রতিক্রিয়াও ছিল ইতিবাচক। নতুন কোচ হিসেবে গম্ভীরের দায়িত্ব নেওয়া এবং তার ভবিষ্যত সম্ভাবনা নিয়ে সৌরভ বলেন, 'ও ভালোই কাজ করছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ধীরে হলেও, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে প্রমাণ করতে শুরু করেছে। ওর মধ্যে আবেগ আছে, স্বচ্ছতা আছে। ইংল্যান্ড সফর ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।' 

সৌরভ আরও বলেন, 'গম্ভীর খুব সোজাসাপটা মানুষ। ও যা ভাবে, তা-ই বলে। খেলোয়াড় জীবনে ও সবসময় সিনিয়রদের সম্মান করত। এখনও নিজের কাজ নিয়ে খুবই সিরিয়াস।'

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ
চীনে রানার্স আপ বাফুফে একাডেমি, গোল্ডেন বুট তাহসানের
চীনে রানার্স আপ বাফুফে একাডেমি, গোল্ডেন বুট তাহসানের