• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের সিদ্ধান্তের বিষয়টি নির্ভর করছে সংস্কারের ওপর: নাহিদ ইসলাম

   ২২ জুন ২০২৫, ০৯:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের কাছে এখনো প্রধান অগ্রাধিকার হলো সংস্কার। ফলে সংস্কারের ওপর নির্ভর করেই আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব। 

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র, সংস্কার, গণপরিষদ এবং বিচারের রোডম্যাপ সব কিছু মিলেই আমাদের এই মুহূর্তের রাজনীতি। সে ক্ষেত্রে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে একটি রাজনৈতিক দলকে নিবন্ধন নিতে হয়। শর্তাবলি পূরণ করতে হয়, আবেদন করতে হয়। আমরা সেই নিয়মতান্ত্রিক কাজটাই এখন করছি। কিন্তু এখনো আমাদের প্রধান কাজের জায়গাটি হচ্ছে সংস্কার এবং বিচার নিশ্চিত করা।’

রোববার (২২জুন) বিকাল এনসিপির নিবন্ধনের আবেদন জমা দেয়ার পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

দ্রুততম সময়ের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন পাবে এই আশাবাদ ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির পক্ষ থেকে দল নিবন্ধনের জন্য সকল শর্তাবলি পূরণ করে আজকে নির্বাচন কমিশন বরাবর আবেদন দাখিল করেছি। এনসিপির ১০৫টি উপজেলা এবং ২৫টি জেলায় কমিটি করা হয়েছে। সকল কাগজপত্র আজকে আমরা ইসিতে জমা দিয়েছি। আমরা নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে।’

তিনি বলেন, ‘দলীয় প্রতীকের জন্য তিনটি মার্কার জন্য আবেদন করেছি। শাপলা, কলম ও মোবাইল। প্রথম পছন্দ শাপলা প্রতীক। আশা করছি জনগণের মার্কা হিসেবে এবং গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে গ্রাম বাংলার প্রতীক হিসেবে শাপলা এনসিপি পাবে। এই শাপলা মার্কা নিয়ে আগামী দিনে জনগণের মধ্যে কাজ করব এবং নির্বাচনে অংশগ্রহণ করবো।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি, শুভেচ্ছা বিনিময় করেছি। সেখানে আমরা প্রবাসী ভোটাধিকারের কথা বলেছি। যাতে প্রবাসীদের ভোটাধিকার যেকোনো মূল্যে রক্ষা করা হয়। কোন প্রক্রিয়ায় প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করা হবে উনারা এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে উনারা বলেছেন, এটা দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা হবে।

এক প্রশ্নের তিনি বলেন, ‘বাংলাদেশের বিদ্যমান আইন পর্যালোচনা করে দেখেছি শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। জাতীয় ফল কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে রয়েছে। সেক্ষেত্রে আমরা কোনো সমস্যা দেখিনি বলে আমরা আবেদন করেছি। ইসির সঙ্গেও আমরা এ বিষয়ে কথা বলেছি। শাপলা গ্রাম বাংলা এবং নদী মাত্রিক বাংলাদেশের সকলের কাছে পরিচিত।’

এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো