• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

তাবিথ আউয়ালের নেতৃত্ব-দূরদৃষ্টি ও বাফুফের উন্নয়ন

   ২২ জুন ২০২৫, ০৭:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

সানজিদুল ইসলাম নাঈম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য এটি এক ঐতিহাসিক অর্জন। দেশের কয়েকটি ফুটবল একাডেমি এবার আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা'র সিলভার ক্যাটাগরিতে জায়গা করে নিচ্ছে—যা ফুটবলপ্রেমীদের জন্য এক বিশাল সুখবর এবং দেশের ক্রীড়াক্ষেত্রে এক নতুন মাইলফলক।

এই কৃতিত্বের পেছনে যে ক’জন ব্যক্তির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে আধুনিক মানের একাডেমি ছাড়া কখনোই ফুটবলারদের স্কিল ডেভেলপমেন্ট সম্ভব নয়। ফুটবলের মহাতারকা মেসি, সুপারস্টার রোনালদো, উঠতি তারকা লামিন ইয়ামাল এরা সবাই একাডেমি থেকেই গড়ে উঠেছেন। তাই তিনি তাঁর নেতৃত্ব, দূরদৃষ্টি ও আধুনিক পরিকল্পনার সবকিছুই অ্যাকাডেমির  উন্নয়নে কাজে লাগিয়েছেন ।

তাবিথ আউয়াল দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ফুটবল উন্নয়নে সক্রিয়। তিনি একাধিকবার একাডেমিভিত্তিক উন্নয়নকে দেশের ফুটবলের ভবিষ্যৎ বলে উল্লেখ করেছেন। তাঁর তত্ত্বাবধানে বাফুফে আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, ক্রীড়াবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করে। সেইসঙ্গে একাডেমিগুলোর অবকাঠামো উন্নয়ন, কোচদের প্রশিক্ষণ ও তরুণ ফুটবলারের সঠিক পরিচর্যা নিশ্চিত করার কাজ হাতে নেওয়া হয়।

বাফুফে সাধারণ সম্পাদক ও অন্যান্য কর্মকর্তারা একযোগে বলেছেন, "এই অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তবে নেতৃত্বে তাবিথ আউয়াল না থাকলে এত দ্রুত উন্নতি সম্ভব হতো না। তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন, এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।"

ফিফা সিলভার ক্যাটাগরি অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের একাডেমিগুলো এখন আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্ব পাবে। বিদেশি ক্লাব ও স্কাউটরা এই একাডেমি থেকে প্রতিভা সংগ্রহে আগ্রহী হবে। ভবিষ্যতে গোল্ড ক্যাটাগরি অর্জনের লক্ষ্য নিয়েই বাফুফে এগিয়ে যাচ্ছে।আশা করি তাবিথ আউয়াল এর নেতৃত্বে সে লক্ষ্যও অর্জিত হবে।

লেখক: শিক্ষক এবং বিশ্লেষক।

ভিওডি বাংলা/ডিআর

[নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। ভিওডি বাংলা সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, ভিওডি বাংলা কর্তৃপক্ষের নয়] 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ আগস্ট ফ্যাসিবাদের পতন থেকে কি শিক্ষা ও করণীয় নির্ণয় হবে?
৫ আগস্ট ফ্যাসিবাদের পতন থেকে কি শিক্ষা ও করণীয় নির্ণয় হবে?
তারিখটা বদলায়নি, কিন্তু সকালটা আগের মতো নেই !
তারিখটা বদলায়নি, কিন্তু সকালটা আগের মতো নেই !
দলটি কিসের উত্তরাধিকার বয়ে বেড়ায়? বঙ্গবন্ধুর, নাকি শুধুই ক্ষমতার
দলটি কিসের উত্তরাধিকার বয়ে বেড়ায়? বঙ্গবন্ধুর, নাকি শুধুই ক্ষমতার