ঐকমত্য কমিশন বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা


নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় পর্যায়ের পঞ্চম দিনে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অসমাপ্ত আলোচনা শুরু করেছে। এদিন প্রথমে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা শুরুর আহ্বান করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়েছে।
আলোচনার শুরুতে আলী রীয়াজ বলেছেন, কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অভিমত আপনারা আরো বেশি ছাড় দেন, তাহলে বিষয়গুলো সহজতর হবে। এখানে আমরা-আপনারা বলে কিছু নেই। আমরা সবাই একত্রে এক জায়গায়।
কমিশন জানিয়েছে, আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ উপস্থিত সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অংশ নেবেন। এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও পর্যায়ক্রমে গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং নিজেদের অবস্থান তুলে ধরবেন।
ভিওডি বাংলা/ডিআর
উচ্চকক্ষের পিআর নিয়ে কমিশনের বৈঠকে উত্তেজনা
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষের প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। …

আগামী ৫-৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ বলে …

জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে : ফারুক-ই-আজম
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ইতোমধ্যে জুলাইয়ে আহত-নিহতদের …
