• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

   ২১ জুন ২০২৫, ০১:৫১ পি.এম.

জামালপুর প্রতিনিধি: 

জামালপুরে চাঁদাবাজি করার অভিযোগে ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শাহাপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান জামালপুর শহরের শাহাপুর এলাকার হাসেম আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের শাহাপুর এলাকার নজরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন শহর শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান।

পরে নজরুল ইসলাম জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের শাহাপুর এলাকায় অভিযান চালান সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমানকে নগদ ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজি অভিযোগে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাটায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম 
 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০