• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

   ১৯ জুন ২০২৫, ০১:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

আশুলিয়া থানার শাহাবুল ইসলাম হত্যা মামলায় আবারও চারদিনের রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এ আদেশ দেন। একই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার কাগজপত্রের তথ্য থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় গত ৪ আগস্ট গুলি করে শাহাবুল ইসলামকে হত্যা করা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১১ মামলায় ৬১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের ৫৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচারকদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট
বিচারকদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট
রাজশাহী বিচারক হত্যা: কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ
রাজশাহী বিচারক হত্যা: কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ
লতিফ সিদ্দিকীর সঙ্গে আদালতে কাদের সিদ্দিকী
লতিফ সিদ্দিকীর সঙ্গে আদালতে কাদের সিদ্দিকী