• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল: ডা. জাহিদ

   ১৯ জুন ২০২৫, ১১:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসাতেই তার চিকিৎসা চলবে।

বুধবার (১৮ জুন) দিন গতরাতে এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসভবনে নেওয়ার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, রুটিন চেকআপের জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, যেখানে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. জিয়া, প্রফেসর ডা. জাফর ইকবাল এবং ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া, অনলাইনে ডা. জুবাইদা রহমান, প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী এবং প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদও পরামর্শ দিয়েছেন। ডা. মামুনও এ সময় উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বিদেশি চিকিৎসক ডা. প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়েছে। পাশাপাশি উনার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় বেগম জিয়ার চিকিৎসা চলবে। আল্লাহর অশেষ রহমতে উনার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তিনি উল্লেখ করেন যে, বেগম জিয়ার চিকিৎসার সার্বিক বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছিলেন, এমনকি হাসপাতালেও তিনি চিকিৎসার খোঁজ নিয়েছেন।

ডা. জাহিদ হোসেন জানান, ম্যাডাম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা