• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়া - ১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার

   ১৭ জুন ২০২৫, ০৪:১৩ পি.এম.

কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ.কা.ম. সারোয়ার জাহান বাদশাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

এছাড়াও, ঢাকা ১৩ আসনের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এ মিছিলের নেতৃত্ব দেওয়া কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তার আমরা অভিযান পরিচালনা করছি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির