• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউএনও-ওসিকে বিএনপি নেতার হুশিয়ারি

   ১৬ জুন ২০২৫, ০৫:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া বলেছেন, প্রশাসন বিএনপির কোনো নেতাকর্মীকে সাইড দিচ্ছে না। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। বিএনপির কথা শুনতে হবে, না হলে ইউএনও-ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে।

সোমবার (১৬ জুন) সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১০ জুন পুনর্মিলনী সভা হয়।

তিনি বলেন, মনোনয়ন যে পাবে না কেন, আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এখন হাসিনা নেই। রাতের ভোট হবে না। ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা, আজিজুল হক চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, রেজাউল করিম চৌধুরী নেছার, সাইফুদ্দিন সালাম মিঠুসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে মনোনয়ন পরিবর্তন ও হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন
গৌরীপুরে মনোনয়ন পরিবর্তন ও হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন
রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ৯৭ বছরের শাহজাহান
রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ৯৭ বছরের শাহজাহান
পাংশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
পাংশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা