• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

রাতে ৭০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

   ১২ জুন ২০২৫, ১০:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে একযোগে ৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিয়েছে। গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন সীমান্তপথে এই পুশইনের ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় বিএসএফ।

জৈন্তাপুরের শ্রীপুর বিওপি ২টি পরিবারের ১৭ জনকে আটক করেছে। তাঁদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। এই পরিবারগুলোর সদস্যদের মধ্যে ৭ জনের বাড়ি কুড়িগ্রামে এবং ১০ জনের বাড়ি লালমনিরহাটে।

মিনাটিলা বিওপির সদস্যরা আটক করেছেন আরও ৪টি পরিবারের ২৩ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু। তাঁরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

এ ছাড়া কোম্পানীগঞ্জের কালাইরাগ বিওপির দায়িত্বাধীন সীমান্ত দিয়ে দেশে ফেরা দুই পরিবারের ১৩ সদস্যকে আটক করেছে বিজিবি। তাঁদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। এঁরাও সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

অন্যদিকে, সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপির অধীনে ছনবাড়ি সীমান্ত দিয়ে চারটি পরিবারের ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। প্রত্যেকের বাড়ি লালমনিরহাট জেলায়।

বিজিবির একজন কর্মকর্তা জানান, ফেরত আসা এসব মানুষ ভারতের ভেতরে অবৈধভাবে প্রবেশ করে দীর্ঘদিন সেখানেই বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
খাগড়াছড়িত রামছু বাজারে উপজাতি সন্ত্রাসীদের আগুন
খাগড়াছড়িত রামছু বাজারে উপজাতি সন্ত্রাসীদের আগুন
নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালি
নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালি