• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিহত এমপি আনারের বিলাসবহুল গাড়ি উদ্ধার

   ১০ জুন ২০২৫, ০১:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কু‌ষ্টিয়া শহ‌রের একটি বহুতল ভবনের গ্যারেজে পাওয়া গেছে কয়েক কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি। তদন্তে জানা গেছে, গাড়িটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মালিকানাধীন।

সোমবার (৯ জুন) রাতে শহরের পুলিশ লাইনের সামনে সাফিনা টাওয়ারের গ্যারেজে তল্লাশি চালায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) স্বপন জানান, গাড়িটির ভেতর থেকে সংসদ সদস্যের স্টিকার ও বৈধ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। কাগজে গাড়িটির মালিক হিসেবে আনোয়ারুল আজিম আনার এমপির নাম উল্লেখ আছে।

গাড়িটি ২০২৩ সালের মডেলের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের। নম্বর: ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০। চেসিস নম্বর JTMAA7BJ804035183 ও ইঞ্জিন নম্বর F-33A0038578।
 
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে একটি তামাক কোম্পানির দুই কর্মকর্তা গাড়িটি গ্যারেজে রেখে যান। ভবনের দুই, তিন ও চারতলায় কোম্পানিটির পাঁচটি ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে বলে জানান ভবনের প্রহরী আলমগীর। তিনি আরও জানান, তারা ‘বায়ারদের’ জন্য গাড়িটি রেখেছেন বলে জানিয়েছিলেন।
 
সাফিনা টাওয়ারের মালিক শামসুদ্দিন আলম ওরফে শাহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
 
কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশাররফ হোসেন বলেন, ‘ভবন মালিক তথ্য দিতে সময় চেয়েছেন। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় ১১০বোতল ভারতীয় মদসহ আটক ২
নেত্রকোণায় ১১০বোতল ভারতীয় মদসহ আটক ২
নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-আমিনুর ইসলাম
নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-আমিনুর ইসলাম
বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ
বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ