• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সমুদ্রে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু

   ৯ জুন ২০২৫, ০৯:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী বিচ পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, সৈকতে ভেসে যাওয়ার সময় দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সৈকতে উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করে। একপর্যায়ে মৃত্যু বরণ করেন। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে মনোনয়ন পরিবর্তন ও হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন
গৌরীপুরে মনোনয়ন পরিবর্তন ও হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন
রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ৯৭ বছরের শাহজাহান
রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ৯৭ বছরের শাহজাহান
পাংশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
পাংশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা