৯৭ হাজার টাকায় গরু কিনেছি, তাও ভাগে: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ৯৭ হাজার টাকা দিয়ে কোরবানির গরু কিনেছেন।
শুক্রবার (৬ জুন) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কোরবানি পশুর দাম কত? জবাবে হাসতে হাসতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৯৭ হাজার টাকা মাত্র।’ এর পরই হাসতে হাসতে তিনি বলেন, তা-ও আবার পুরোডা আমার নিজের না।
এ সময় যাত্রীদের সঙ্গে প্রতারণা ও লঞ্চ ছাড়ার সময় অযথা দেরি করানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, মাত্র দু-একটি লঞ্চের কারণে পুরো ঈদযাত্রা দুর্ভোগে পরিণত হয়, এটা কাম্য নয়। সময়মতো লঞ্চ না ছাড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/ডিআর
সাবেক এমপি পিন্টুর মৃত্যু নিয়ে যা বলছে কারা অধিদফতর
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের সংসদ সদস্য (এমপি) ইফতিকার উদ্দিন তালুকদার …

নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী: কর্নেল শফিকুল
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্দেশনা পেলে মাঠে …

শিগগিরই জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার …
