অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে শিক্ষা কমিশন গঠন সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক
শিক্ষা কমিশন গঠন সময় সাপেক্ষ ব্যাপার। এই সরকারের মেয়াদকালে কমিশন গঠন করা সম্ভব নয়। তবে শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।বুধবার (৪ জুন) মন্ত্রণালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, ২০২৭ সালে নতুন কারিকুলাম পুরোপুরি চালু করতে কাজ শুরু হয়েছে। তখন যারা দায়িত্বে থাকবে তাদের জন্য একটি মানসম্পন্ন কারিকুলামের ভিত্তি গড়ে দিয়ে যাব। এ সময় ভবিষ্যতে যাতে ভুলে ভরা বই না থাকে সে বিষয়ে তৎপর থাকার কথাও জানান তিনি।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে। দুর্নীতিকে বিন্দু মাত্র প্রশ্রয় দেয়া হবে না। এ সময় এইচএসসি পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ইউজিসি ও বিজ্ঞ অধ্যাপকদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে। যোগ্যতা ও প্রতিযোগিতার মাধ্যমে উপাচার্য নিয়োগ দেয়া হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নিয়ে নতুন নির্দেশনা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা …

৪ কলেজ ও ২১ ভবনের নাম পরিবর্তন, বাদ মুজিব-হাসিনা-কামালের নাম
দেশের ৪টি সরকারি কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি ভবন-স্থাপনার …

প্রাথমিক বিদ্যালয়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩৪ হাজারের বেশি প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের …
