• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাজেটে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: সাকি

   ৪ জুন ২০২৫, ০৩:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তবিত বাজেটে জুলাই অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং পুরোনো চিন্তা ও আমলাতন্ত্রের চরিত্র ফুটে উঠেছে— এ কথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পর্যালোচনা নিয়ে গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেছেন, গণঅভ্যুত্থানের পরও আমলাতান্ত্রে যেহেতু তেমন পরিবর্তন হয়নি সেহেতু বাজেট আগের মতোই হয়েছে। রাজনৈতিক কাঠামো সংস্কারের পাশাপাশি মানুষ অর্থনৈতিক সংস্কারও চায়। বাজেটের জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে শুনানি আয়োজনের আহ্বান জানান তিনি।

যুবশক্তিকে আর্টিফিশিয়াল টেকনোলজিতে দক্ষ করতে বাজেটে তেমন কোনও বরাদ্দ দেয়া হয়নি বলে অভিযোগ করেন গণসংহতির এ নেতা।

তিনি অভিযোগ করেন, বাজেটে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রত্যাশার যে জায়গা ছিল সেটি পূরণ হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বৈরাচার আওয়ামী লীগ সব দখল করে নিয়েছিল- আবদুস সালাম
স্বৈরাচার আওয়ামী লীগ সব দখল করে নিয়েছিল- আবদুস সালাম
দেশের জনগণের সঙ্গে শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান
দেশের জনগণের সঙ্গে শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান
ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই : সালাহউদ্দিন
ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই : সালাহউদ্দিন