• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ড. জিল্লুর রহমানের মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

   ৩ জুন ২০২৫, ০৭:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইবি প্রশাসন ও শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (৩ জুন) ভোর ৫ টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন। 

ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর শোকবার্তায় বলেন, প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক-গবেষক ও জনপ্রিয় সংগঠককে হারালো। সৎ, মেধাবী, দূরদৃষ্টি ও মানবিকতাবোধ সম্পন্ন মানুষের অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে বহুদিন তিনি তাঁর শিক্ষার্থীদের পথ দেখিয়ে যাবেন।

ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদকযৌথ শোক বার্তায় ইবি ছাত্রশিবির সভাপতি মো. মাহমুদুল হাসান এবং সেক্রেটারি ইউসুফ আলী বলেন, “ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ড. জিল্লুর রহমান আজ (৩ জুন) সকাল ৫টা ৫মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দা'য়ী ও যোগ্য অভিভাবককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।”

অধ্যাপক ড.মো. জিল্লুর রহমান ১৯৯৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ (সম্মান) এবং ১৯৯৫ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর ২০০৯ সালে তিনি ‘Shakespearean Tragedies and Social Realism’ বিষয়ে এমফিল এবং ২০২২ সালে সম্পন্ন করেন তাঁর পিএইচডি গবেষণা—“The Second Generation English Romantic Poets and Kazi Nazrul Islam: A Comparative Study”।

২০০৭ সালে পবিপ্রবিতে প্রভাষক হিসেবে যোগদান করার পর থেকে তিনি সহকারী অধ্যাপক (২০০৯–২০১৪), সহযোগী অধ্যাপক (২০১৪–২০১৮), এবং ২০১৮ সাল থেকে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান হিসেবে এবং ২০২৪ সালের আগস্টে নিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা (DSW) হিসেবে তাঁর কর্মদক্ষতা ছিল প্রশংসনীয়।

এছাড়াও ইবি ছাত্র শিবিরও তাদের সাবেক এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

ভিওডি বাংলা/সামিউল ইসলাম/ভিওডি বাংলা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল
ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল
ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি