• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সবাই নোবেল পেতে চাই : আব্দুন নূর তুষার

   ৩ জুন ২০২৫, ০২:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নোবেল পুরস্কারসহ ১০ ধরনের আন্তর্জাতিক পুরস্কার পেলে তার ওপর কর দিতে হবে না— এমন বিধান করতে যাচ্ছে সরকার। গতকাল অর্থ উপদেষ্টার বাজেট পেশ বক্তব্য থেকে এমন তথ্য জানা গেছে। বিদেশি কোনো সরকারের কাছ থেকে পুরস্কার পেলে তা-ও করমুক্ত হবে বলে ঘোষণা দেওয়া হয়।

সরকারের এমন প্রস্তাবের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।

তিনি তার পোস্টে বলেন, সবাই দলে দলে নোবেল পুরস্কার পাবে আশা করি। কারণ নোবেল এর টাকা করমুক্ত করা হয়েছে। সার্জিকাল যন্ত্রপাতির ওপর কর বেড়েছে।

টিউমার সরাতে পয়সা বেশি লাগবে— কারণ যন্ত্রপাতির কর দিতে হবে আগের চেয়ে বেশি। নোবেল পেলে কোনো কর দিতে হবে না। আমরা সবাই নোবেল পেতে চাই। আইয়ামে নোবেলিয়াত!

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি
ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি
মেহজাবীন-রাজীবের প্রেমে ‘সাইয়ারা’র ছোঁয়া, উচ্ছ্বসিত অভিনেত্রী!
মেহজাবীন-রাজীবের প্রেমে ‘সাইয়ারা’র ছোঁয়া, উচ্ছ্বসিত অভিনেত্রী!
‘ময়না’ ট্রেন্ডিংয়ের শীর্ষে, বাজিমাত বুবলী-জীবন
‘ময়না’ ট্রেন্ডিংয়ের শীর্ষে, বাজিমাত বুবলী-জীবন