• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

সিঁদুরের অপমান

মমতাকে বুঝিয়ে দিন নির্বাচনে: অমিত শাহ

   ১ জুন ২০২৫, ০৬:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

‘সিঁদুরের অপমানের মানে’ আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিতে পশ্চিমবঙ্গের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার (১জুন) কলকাতায় এক সভায় এ আহ্বান জানান তিনি।

দুপুরে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপি এই সাংগঠনিক সভার আয়োজন করে। অমিত শাহ বলেছেন, ‘পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে দুরাচারের কেন্দ্র। দিদি, আপনার সময় শেষ হয়ে আসছে। ছাব্বিশে (২০২৬) বাংলায় বিজেপির সরকার হবে।’

আগামী বছর পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচন। ওই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে জোর কর্মকাণ্ড শুরু করেছে। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় যেতে মরিয়া। নির্বাচনের কর্মপন্থা নির্ধারণই ছিল আজকের সভার মূল উদ্দেশ্য। সেই সভায় স্বাভাবিকভাবেই উঠে আসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সদ্য পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গ।

অমিত শাহ অভিযোগ করেন, অপারেশন সিঁদুরকে অপমান করেছেন মমতা। অমিত শাহ বলেন, ‘আমি বাংলার মাতৃশক্তির কাছে অনুরোধ করছি, আগামী নির্বাচনে অপারেশন সিঁদুরের ওপর প্রশ্ন তোলা মমতাজিকে সিঁদুরের দাম বুঝিয়ে দিন। মা-বোনেরা বুঝিয়ে দিন, সিঁদুরের অপমান করার অর্থ কী!’

অমিতের বক্তব্যে ছিল মমতার তীব্র অপমান। অমিত বলেন, ‘আপনি যত ইচ্ছা পাকিস্তানের পাঠানো সন্ত্রাসবাদীদের পক্ষ নিন, এটা নরেন্দ্র মোদির সরকার, বিজেপির সরকার। আমি বলে যাচ্ছি, অপারেশন সিঁদুর শেষ হয়নি।’

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফর করেন। সে সফরের উদ্দেশ্যও ছিল নির্বাচন।

আজ অমিত শাহর বক্তব্যে উঠে আসে রাজ্যের মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সংঘাতের প্রসঙ্গ। অমিত শাহ বলেন, ‘মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা ছিল স্টেট স্পনসরড। এই দাঙ্গার সঙ্গে যুক্ত ছিলেন রাজ্যের মন্ত্রীও।’

মমতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে অমিত শাহ বলেন, ‘দিদির সিন্ডিকেট সাধারণের টাকা লুট করেছে, শিক্ষায় দুর্নীতি করেছে, শিক্ষাব্যবস্থাকে ভেঙে দিয়েছে, ঘুষের রাজত্ব কায়েম করেছে। বিজেপি ক্ষমতায় এলে বিজেপি কর্মী খুনিদের পাতাল থেকেও তুলে এনে বিচার করবে।’

অমিত শাহ বলেন, দুরাচার, দুর্নীতি আর সিন্ডিকেট–রাজের কেন্দ্র হয়ে উঠেছে বাংলা। ঘুষ–দুর্নীতিতে ছেয়ে গেছে বাংলা। ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা।

আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে নির্বাচন হওয়ার কথা। সর্বশেষ এই রাজ্যে এই নির্বাচন হয়েছিল ২০২১ সালে। সেই নির্বাচনে রাজ্যের ২৯৪ আসনের মধ্যে শাসক দল তৃণমূল জিতেছিল ২১৩টি আসনে। বিজেপি জিতেছিল ৭৭টি আসনে। কংগ্রেস ও বাম দল একটি আসনেও জিততে পারেনি। তবে একটি আসন পেয়েছিল আইএসএফ বা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা
এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা
ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ইয়েমেনের
ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ইয়েমেনের
জনগণই আমার ‘প্রভু’ ও রিমোট কন্ট্রোল : মোদি
জনগণই আমার ‘প্রভু’ ও রিমোট কন্ট্রোল : মোদি