নতুন ফ্যাসিবাদী শক্তি দেখা যাচ্ছে: আনু মুহাম্মদ


নিজস্ব প্রতিবেদক
বর্তমান পরিস্থিতিতে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি বলেন, ‘পুরো সমাজের মধ্যে আবার একটা নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।’ শনিবার (৩১ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘নাগরিক সংহতি সমাবেশ’ এ তিনি এমন মন্তব্য করেন।
‘যুদ্ধাপরাধী এ টি এম আজহারুল ইসলামকে দায়মুক্তি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে’ গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে এই সমাবেশ করা হয়।
আনু মোহাম্মদ বলেন, 'গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা গড়ে উঠেছিল, সেখানে মানুষ একটি নতুন রাজনৈতিক কাঠামোর স্বপ্ন দেখেছিল। কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে, সরকার সম্পূর্ণভাবে নির্লিপ্ত। কোথাও তাদের কার্যকর উপস্থিতি নেই। বরং অনেক ক্ষেত্রে হামলা ও নিপীড়নে সরকারি বাহিনীর জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে।’
তিনি বলেন, ‘আজ আমরা আশাহত। যারা গণতান্ত্রিক অধিকারের পক্ষে সংগ্রাম করছেন ছাত্র, নারী বা সাধারণ মানুষ তাদেরই হামলার শিকার হতে হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বললেই তাদের বিরুদ্ধে ইসলামবিরোধিতার অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও গণতন্ত্রবিরোধী।’
আনু মোহাম্মদ অভিযোগ করেন, ‘মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে সরকার উল্টো সেই প্রতিবাদকারীদের দমন করছে।’ তিনি বলেন, ‘ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে ফায়দা লুটতে চাইছে একটি চক্র।’
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘নারী, শিক্ষার্থী, শ্রমিক, শিক্ষক যেকোনও স্তরের মানুষ যখন নিজেদের অধিকার আদায়ে মুখ খুলছেন, তখনই তাদের ওপর হামলা চালানো হচ্ছে। আর হামলাকারীরা পার পেয়ে যাচ্ছে, কারণ সরকারের ভেতরে তাদের রক্ষাকবচ রয়েছে।’
ভিওডি বাংলা/ এমএইচ
৪৮ শতাংশের বেশি মানুষ সিদ্ধান্ত নেননি : জরিপ
আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত …

‘মূল লক্ষ্য আগামী নির্বাচন, প্রস্তুতি নিচ্ছি’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন …

অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা
পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি করেছে …
