• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানুষ চিনতে ভুল করেছে বিএনপি: গয়েশ্বর

   ৩১ মে ২০২৫, ০২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি।’ 

শনিবার (৩১ মে) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমিতে এক চিত্রকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।

ছাত্র-জনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ছাত্রজনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘তিনি প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছুপিছু নিতেন। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন।’

গয়েশ্বর রায় বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের পূজারি। তিনি নিজের জন্য নয়, জাতির জন্য কাজ করতেন। আজ অনেকের মুখে জিয়ার আদর্শ থাকলেও অন্তরে কিছুই নেই।’

জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘তার সম্পর্কে অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র। তার প্রত্যেকটা পদচারণার মধ্যে উদ্দেশ্য থাকতো জাতির জন্য। জাতি জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে ভয় থাকবে না।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু
গোটা জাতি হাসিনার বিচার চায়- মির্জা ফখরুল
গোটা জাতি হাসিনার বিচার চায়- মির্জা ফখরুল
নির্বাচন পিছিয়ে দিতে সরকার একাধিক ষড়যন্ত্র করছে: আবদুস সালাম
নির্বাচন পিছিয়ে দিতে সরকার একাধিক ষড়যন্ত্র করছে: আবদুস সালাম